Advertisement
Advertisement
RG Kar Incident

বেওয়ারিশ লাশ বিক্রি, পাচারের জাল ছড়িয়ে বাংলাদেশেও! কী কী অভিযোগ রয়েছে সন্দীপের বিরুদ্ধে?

পাচারচক্রের শিকড় ছড়িয়ে বাংলাদেশেও! একের পর বিস্ফোরক দাবি করেছেন আখতার আলি। উল্লেখ্য, ২০২৩ সাল পর্যন্ত হাসপাতালে কর্মরত ছিলেন তিনি।

RG Kar Incident: Sandip Ghosh 'sold' unclaimed bodies, claims ex colleague
Published by: Paramita Paul
  • Posted:August 21, 2024 4:37 pm
  • Updated:September 3, 2024 7:51 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাসপাতালের বেওয়ারিশ লাশ বিক্রি করতেন সন্দীপ ঘোষ! পাচারচক্রের শিকড় ছড়িয়ে বাংলাদেশেও! এমন বিস্ফোরক দাবি করলেন আর জি কর হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সন্দীপ ঘোষের বিরুদ্ধে একের পর এক অভিযোগ করেছেন তিনি।

আখতার আলির কথায়, “হাসপাতালে বেওয়ারিশ লাশ নিয়ে ব্যবসা করতেন সন্দীপ ঘোষ (Sandip Ghosh)। তাঁর বিরুদ্ধে অভিযোগও দায়ের হয়েছিল।” এমনকী,হাসপাতালের চিকিৎসা বর্জ্র্য বা বায়ো মেডিক্যাল ওয়েস্টও বাইরে বিক্রি করতেন সন্দীপ! নিজের অতিরিক্ত নিরাপত্তরক্ষীদের কাছে সেই সব সামগ্রী বিক্রি করতেন তিনি! আর সেই শিকড় ছড়িয়ে রয়েছে বাংলাদেশেও! সীমান্তের ওপারে পাচার হত বায়ো মেডিক্যাল ওয়েস্টও। সাক্ষাৎকারে একের পর এক বোমা ফাটিয়েছেন আখতার আলি।

Advertisement

[আরও পড়ুন: বদলার আগুনে পুড়ছে বদলাপুর! ২ শিশুর যৌন নিগ্রহের তদন্তে নামল শিশুসুরক্ষা কমিশন]

উল্লেখ্য, ২০২৩ সাল পর্যন্ত হাসপাতালে কর্মরত ছিলেন আখতার আলি। সেই সমস্ত এই দুর্নীতি নিয়ে সরব হয়েছিলেন তিনি। সেই সময় সন্দীপের বিরুদ্ধে যে তদন্ত কমিটি তৈরি হয়েছিল তাতে আখতার আলিও ছিলেন। তাঁর অভিযোগ, তদন্তে দেখা সন্দীপের বিরুদ্ধে একাধিক অভিযোগের সত্যতা প্রমাণিত হয়। স্বাস্থ্যভবনে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার পরও সন্দীপের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। উলটে রিপোর্ট জমা দেওয়ার দিনই বদলি করে দেওয়া হয় আখতার আলিকে। এমনই অভিযোগ করেছেন আর জি কর হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার।

হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনায় (RG Kar Incident) বিপাকে সন্দীপ ঘোষ। তদন্ত করছে রাজ্যও। এর মাঝেই এবার সন্দীপের বিরুদ্ধে ইডি তদন্ত চেয়ে হাই কোর্টের দ্বারস্থ হলেন তাঁর প্রাক্তন সহকর্মী।

[আরও পড়ুন: পাকিস্তান থেকে ইরানগামী বাসে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ৩৫ পুণ্যার্থী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement