রূপায়ণ গঙ্গোপাধ্যায়: সন্দেশখালির (Sandeshkhali) পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। এই পরিস্থিতিতে পূর্বঘোষণা মতো শনিবার পরিষদীয় দলকে নিয়ে রাজভবনে গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যপালের সঙ্গে দেখা করে তাঁকে সন্দেশখালি যাওয়ার ডেডলাইন বেঁধে দিলেন শুভেন্দু। রাজভবন থেকে বেরিয়ে নিজেই জানালেন, ”আমরা রাজ্যপালকে বলছি, কালকের (রবিবার) মধ্যে এলাকায় যান। ১৪৪ ধারা তোলার ব্যবস্থা করুন। সোমবার বিধানসভার জড়ো হয়ে আমরা সন্দেশখালি যাব। ১৪৪ ভাঙব।”
এই মুহূর্তে রাজ্যপাল সি ভি আনন্দ বোস (C V Anand Bose) রয়েছেন কেরলে। রাজভবনে গিয়ে এদিন শুভেন্দুরা দেখা করেন রাজ্যপালের সচিবকে। তাঁকেই সব কথা বলে বিজেপি পরিষদীয় দল। উত্তপ্ত সন্দেশখালিতে রবিবারের মধ্যেই যেন যান রাজ্যপাল, সেই আবেদন জানানো হয়। সেই সঙ্গে বিরোধী দলনেতা কার্যত হুঁশিয়ারির সুরে জানান, ”রাজ্যপাল যদি যথাযথ ব্যবস্থা না নেন, আমরা রাজভবনের সিঁড়িতে বসে ধরনা দেব।” উল্লেখ্য, শুক্রবারই সন্দেশখালির আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগপ্রকাশ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah)চিঠি পাঠিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। স্বরাষ্ট্রমন্ত্রক যাতে হস্তক্ষেপ করে, সেই আবেদন জানিয়েছেন তিনি। এর পর শনিবার রাজ্যপালের দ্বারস্থ হল বিজেপি (BJP) পরিষদীয় দল।
এদিন রাজভবন থেকে বেরিয়ে বিরোধী দলনেতার বক্তব্য, ”আমাদের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার গতকালই স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছেন। আজ প্রতিনিধি দলকে আটকানো হয়েছে। সন্দেশখালিতে ইন্টারনেট বন্ধ করেছে। তা নিয়ে আমি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছি। চারজন আহত হয়েছে শিবু হাজরার লোকদের হাতে। কোথায় তারা, খবর নেই। ১৪ জন হিন্দুকে গ্রেপ্তার করা হয়েছে। সিপিএমের কায়দায় সেখানে চটি পড়া ক্যাডারকে ঢুকিয়েছে।”
গত চারদিন ধরে শেখ শাহজাহানের (Shahjahan Sheikh) বিরোধিতায় স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভে উত্তপ্ত সন্দেশখালি। তারই মাঝে শনিবার বিজেপির প্রতিনিধি দল সেখানে যায়। বিজেপি নেত্রী অর্চনা মজুমদার, রাজ্য বিজেপি নেতা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়-সহ বিজেপির বসিরহাট (Basirhat) সাংগঠনিক জেলার সভাপতি তাপস ঘোষ সকলেই রাস্তায় আটকে পড়েন। সরবেড়িয়া থেকে ধামাখালিগামী রাস্তায় বসিরহাট জেলা পুলিশ তাঁদের লস্করপাড়ায় আটকে দেওয়া হয়। মিনাখাঁর এসডিপিও আমিনুল ইসলামের নেতৃত্বাধীন পুলিশ তাঁদের জানায়, ১৪৪ ধারা জারি রয়েছে, সেখানে যাওয়া যাবে না।
দেখুন ভিডিও:
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.