ফাইল ছবি।
গোবিন্দ রায়: সন্দেশখালি মামলায় নয়া মোড়। স্টিং ভিডিও নিয়ে দায়ের হওয়া মামলায় বিজেপি নেতাদের বিরুদ্ধে এখনই কোনও কড়া পদক্ষেপ নেওয়া যাবে না। সোমবার মৌখিকভাবে এমনই নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। মঙ্গলবার এনিয়ে সুপ্রিম কোর্টে মামলার শুনানি। তাই সেই শুনানি পর্যন্ত বিজেপি নেতা গঙ্গাধর কয়াল-সহ দুজনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া যাবে না বলে মৌখিকভাবে জানিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত।
সন্দেশখালি (Sandeshkhali) নিয়ে ভুয়ো ভিডিও প্রচারের অভিযোগে শুক্রবার কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করেছিলেন বিজেপি নেতা গঙ্গাধর ও গদাধর কয়াল। অভিযোগ, তাঁদের ছবি ব্যবহার করে ভুয়ো ভিডিও তৈরি করে তা সোশাল মিডিয়ায় (Social Media) ছড়ানো হয়েছে। বিজেপি নেতাদের কথায়, এহেন ভিডিওর কারণে সন্দেশখালি নতুন করে অশান্ত হয়ে উঠছে। ফলে গঙ্গাধর কয়ালরা হাই কোর্টের কাছে কেন্দ্রীয় নিরাপত্তার আর্জি জানিয়েছেন। সিবিআইয়ের (CBI) কাছেও অভিযোগ জানিয়েছেন তাঁরা। সোমবার এই মামলা শোনা হবে বলে জানিয়েছে আদালত।
ইতিমধ্যে সুপ্রিম কোর্টের (Supreme Court) নজরদারিতে তদন্তের আবেদন জানিয়েছেন এক মহিলা। সোমবার বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে শুনানিতে রাজ্য সরকারের তরফে জানানো হয়, মঙ্গলবার এই মামলা নিয়ে সুপ্রিম কোর্টের বিচারপতি বিআর গভাইয়ের বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করা হবে। এর পরই বিচারপতি মৌখিকভাবে নির্দেশ দেন, গঙ্গাধর কয়াল-সহ মামলাকারীদের বিরুদ্ধে মঙ্গলবার পর্যন্ত কোনও পদক্ষেপ নয়। মঙ্গলবার সুপ্রিম কোর্টে শুনানির পর এনিয়ে সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.