রূপায়ণ গঙ্গোপাধ্যায়: সপ্তম দফার ভোটের প্রচার শেষে দমদমে বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি প্রার্থী শমীক ভট্টাচার্য ও মুকুল রায়। বৃহস্পতিবার রাতে প্রায় ঘণ্টা দুয়েক তাঁদের ঘেরা করে রাখলেন তৃণমূল কংগ্রেস সমর্থকরা। বিজেপি প্রার্থী ও নেতার গাড়িতে চলল ভাঙচুর। এই ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় দমদমের নাগেরবাজার। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করতে হয় পুলিশকে। ঘটনাস্থলে যান কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও।
জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত দশটা নাগাদ নাগেরবাজারের বাবুতলায় একটি গেস্ট হাউসে যান বিজেপি নেতা মুকুল রায় ও দমদম কেন্দ্রে দলের প্রার্থী শমীক ভট্টাচার্য। তৃণমূলের অভিযোগ, স্থানীয় সিপিএম নেতা পল্টু দাশগুপ্তের সঙ্গে বৈঠক করতে গেস্ট হাউসে গিয়েছিলেন মুকুল ও শমীক। এমনকী, ভোটের আগে এলাকায় বিলি করার জন্য গাড়িতে করে টাকাও আনা হয়েছিল। ঘটনাটি স্থানীয় তৃণমূল কর্মীদের নজরে আসতেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। গেস্ট হাউসেই মুকুল রায়, শমীক ভট্টাচার্য ও সিপিএম মেতা পল্টু দাশগুপ্তকে ঘেরাও করে রাখেন তৃণমূল কংগ্রেসের প্রায় হাজার খানেক সমর্থকরা। বিক্ষোভে শামিল হন এলাকার বাসিন্দারা। এদিকে ঘেরাও চলাকালীন শমীক ভট্টাচার্য ও মুকুল রায়ের গাড়িতে চলে ভাঙচুরও। শেষপর্যন্ত পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দমদমের নাগেরবাজারে যে গেস্ট হাউসে গিয়েছিলেন দমদম কেন্দ্রের বিজেপি প্রার্থী শমীক ভট্টাচার্য ও মুকুল রায়, সেই গেস্ট হাউসের উপরতলার ফ্ল্যাটে থাকেন রাজু সরকার। তাঁর দাবি, গেস্ট হাউসে নয়, পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতেই তাঁর বাড়িতেই এসেছিলেন মুকুল, শমীক ও সিপিএম নেতা পল্টু দাশগুপ্ত। যদিও তা মানতে নারাজ স্থানীয় তৃণমূল নেতৃত্ব।
West Bengal: Vehicles of BJP Lok Sabha candidate from Dum Dum, Samik Bhattacharya & party leader Mukul Roy were attacked by unidentified people in Nagerbazar area of the constituency earlier tonight. Bhattacharya & Roy were not present in the vehicles at the time of the incident. pic.twitter.com/v3DpZt9ls6
— ANI (@ANI) 16 May 2019
দেখুন ভিডিও:
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.