Advertisement
Advertisement

Breaking News

সব্যসাচী চক্রবর্তী, বাম

‘দেশ বাঁচাতে বাম প্রার্থীদের ভোট দিন’, সোশ্যাল মিডিয়ায় আরজি সব্যসাচীর

দেশের বর্তমান পরিস্থিতি ভাল নয় বলেও জানিয়েছেন ‘ফেলুদা’৷

Sabyasachi Chakroborty says to gives vote left candidates
Published by: Sayani Sen
  • Posted:April 25, 2019 9:19 pm
  • Updated:April 25, 2019 9:33 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা নির্বাচনে বিজেপিকে এ রাজ্যে ফ্যাক্টর ভাবা হলেও, বামেদের নিয়ে সেভাবে কেউ আলোচনা করছেন না৷ কোন কেন্দ্রে বামেদের মাটি বেশ শক্ত আর কোন কেন্দ্রে নয়, তা নিয়ে মাথা ঘামাচ্ছেন না কেউই৷ এই পরিস্থিতিতেই বামেদের হয়ে প্রচারের ময়দানে শামিল হলেন টলিউড তারকা৷ সোশ্যাল মিডিয়ায় বাম প্রার্থীদের ভোটদানের আবেদন করলেন সব্যসাচী চক্রবর্তী

[ আরও পড়ুন: মিষ্টি নিয়ে রাজনীতির অভিযোগ মুখ্যমন্ত্রীর, মমতার সৌজন্যকে সমর্থন দিলীপের]

তৃতীয় দফার ভোটাভুটি ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে৷ মিটিং, মিছিলের পাশাপাশি সোশ্যাল মিডিয়াকেও প্রচারের মাধ্যম হিসাবে বেছে নেওয়া হয়েছে৷ বাম বুদ্ধিজীবীরা রাস্তায় বেরিয়ে প্রচার না করলেও, সোশ্যাল মিডিয়াতেই জনসংযোগ করছেন তাঁরা৷ সম্প্রতি ‘ফেলুদা’ সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেন৷ ওই ভিডিওয় তাঁকে কলকাতা দক্ষিণের বাম প্রার্থী নন্দিনী মুখোপাধ্যায় এবং যাদবপুরের প্রার্থী বিকাশরঞ্জন ভট্টাচার্যের হয়ে ভোট চাইতে দেখা গিয়েছে৷ তিনি বলছেন, ‘‘কলকাতা দক্ষিণ এবং যাদবপুরের যোগ্য প্রার্থী দু’জন৷ তাঁরা বামফ্রন্ট প্রার্থী ছাড়া আর কেউ নন৷ পার্লামেন্টে এঁদের থেকে ভাল প্রার্থী আর কেউ হতে পারে না৷ এঁদের দু’জনের শিক্ষাগত যোগ্যতা এবং রাজনৈতিক দক্ষতা নিয়ে আমার আর কিছু বলা মানায় না৷ মানুষ হিসাবেও তাঁরা ভীষণ ভাল৷’’ বাম প্রার্থীদের ভোটদানের আরজির পাশাপাশি দেশের বর্তমান পরিস্থিতির সমালোচনাও করেন সব্যসাচী৷ দেশের অবস্থার উন্নতি চাইলে বামপন্থীদের ভোট দেওয়া ছাড়া যে আর বিকল্প কোনও রাস্তা নেই, তা এদিন ভিডিও বার্তার মাধ্যমে স্পষ্ট করেন টলিউড অভিনেতা৷

Advertisement

[ আরও পড়ুন: ‘১২০টির বেশি আসন পেলে রাজনীতি ছেড়ে দেব’, বিজেপিকে চ্যালেঞ্জ অনুব্রতর]

লোকসভা নির্বাচনে যাদবপুরে লড়াই মূলত ত্রিমুখী৷ তৃণমূলের হয়ে এই আসন থেকে ভোটে লড়ছেন মিমি৷ অভিনেত্রী হিসাবে তাঁর জনপ্রিয়তা ভোটবাক্সে প্রভাব ফেলতে পারার সম্ভাবনা রয়েছে৷ আবার বিজেপির তরফে এই কেন্দ্রে লড়ছেন অনুপম হাজরা৷ সদ্যই দলবদল করেছেন তিনি৷ বোলপুরের বিদায়ী তৃণমূল সাংসদ৷ তাই রাজনীতির ময়দানে তাঁর অভিজ্ঞতা একেবার নেই তা বলা যাবে না৷ তুলনায় কম অভিজ্ঞ দুই প্রার্থীর বিপরীতে বামেদের হয়ে লড়ছেন বিকাশরঞ্জন ভট্টাচার্য৷ অনেকেই বলছেন, দুঁদে এই বাম নেতার যদিও জনসংযোগ বিশেষ নেই৷ তাই তা ভোটবাক্সে প্রভাব ফেলতে পারে৷ আবার কলকাতা দক্ষিণ থেকে এবার বামেদের হয়ে ভোটে লড়ছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা নন্দিনী মুখোপাধ্যায়৷ তাঁর বিপরীতে তৃণমূলের হয়ে মালা রায় এবং বিজেপির হয়ে ভোটে লড়ছেন চন্দ্র বসু৷ রাজনীতিকদের মতে, কলকাতা দক্ষিণ এবং যাদবপুর এই দু’টি আসনে কে শেষ হাসি হাসবেন, তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে৷

দেখুন ভিডিও:

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement