Advertisement
Advertisement

Breaking News

Dumdum Airport

দমদম বিমানবন্দরের রানওয়েতে ঢুকে পড়ল কুকুর, ব্রাত্য-কুণাল-সায়নীর বিমান অবতরণে জট

বিমানটিকে অতিরিক্ত ১৫ মিনিট চক্কর কাটতে হয় আকাশে।

Saayoni Ghosh's flight disrupted due to dog enters in runway in Dumdum Airport | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:November 23, 2021 5:44 pm
  • Updated:November 23, 2021 6:10 pm  

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: বিমান বিভ্রাটের কবলে ব্রাত্য বসু-কুণাল ঘোষ-সায়নী ঘোষরা। দমদম বিমানবন্দরের রানওয়েতে ঢুকে পড়ে কুকুর। তার জেরে রানওয়ে ছোঁয়ার ঠিক আগের মুহূর্তে বিমানটিকে ফের উড়ে যেতে হয়। অতিরিক্ত ১৫ মিনিট চক্কর কাটতে হয় আকাশে। মঙ্গলবার ত্রিপুরা থেকে রাজ্যে ফেরার সময় এমনই বিভ্রাটের মুখে পড়ল তৃণমূলের ত্রিপুরা ব্রিগেড।

এদিনই ছিল ত্রিপুরা পুরভোটের শেষপ্রচার। সেই প্রচার সেরে তৃণমূল নেতারা কার্যত সকলেই বিমানে ফিরছিলেন। ছিলেন ব্রাত্য বসু, কুণাল ঘোষ, সুস্মিতা দেব, অর্পিতা ঘোষ, সায়নী ঘোষ, জয়া দত্ত প্রমুখ। তাঁরা ছাড়াও প্রচুর যাত্রী ছিলেন বিমানে। জানা গিয়েছে, আগরতলা থেকে আসা বিমানটি সময়ের আগেই দমদমে পৌঁছে যায়।

Advertisement

[আরও পড়ুন: ‘দল যে দায়িত্ব দেবে, সেটাই পালন করব’, দিল্লিতে তৃণমূলে যোগদানের পর বললেন কীর্তি আজাদ]

Saayoni Ghosh
ছবি – প্রতীকী

কিন্তু রানওয়েতে নামার আগেই বিপত্তি। রানওয়েতে নামার আগে নিয়মমাফিক বিমানের চাকাটিও বেরিয়ে এসেছিল। কিন্তু হঠাৎই ঝাঁকুনি দিয়ে গতি বাড়িয়ে ফের আকাশে উঠে যায় বিমানটি। চাকা গুটিয়ে নেওয়া হয়। বাড়িয়ে দেওয়া হয় বিমানের গতিও। কিছুক্ষণ পর পাইলট ঘোষণা করেন, রানওয়েতে কুকুর ঢুকে পড়ায় এটিসি বিমানটির অবতরণ করতে বারণ করে। ফের উড়তে বলে। পনেরো মিনিট পর অবতরণের অনুমতি মেলে। পরে অবশ্য স্বাভাবিকভাবেই অবতরণ করে বিমান। 

[আরও পড়ুন: গো-শিরা বুকে বসিয়ে খুদেকে পুনর্জন্ম দিল NRS হাসপাতাল, খরচ মাত্র দু’টাকা!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement