Advertisement
Advertisement

রুবি রায়কে পর্যটন বিভাগে চাকরি দিলেন মুখ্যমন্ত্রী

কালই সল্টলেকের অফিসে কাজে যোগ দেবেন মৃত সঞ্জয় রায়ের স্ত্রী৷

Rubi Roy granted job in Tourism Department by Mamata
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 16, 2017 8:27 am
  • Updated:August 9, 2021 4:47 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথা দিয়েছিলেন, কথা রাখলেন৷ অ্যাপোলো-কাণ্ডে মৃত সঞ্জয় রায়ের স্ত্রী রুবি রায়কে বৃহস্পতিবার পর্যটন দপ্তরে চাকরি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ শুক্রবার থেকেই সল্টলেকের অফিসে শিক্ষানবিশ অ্যাসিস্টাণ্ট ম্যানেজার হিসাবে কাজে যোগ দিচ্ছেন রুবি৷

[পণ্য রপ্তানিতে এবার চিনকে টক্কর দিতে চায় রামদেবের পতঞ্জলি]

Advertisement

পথ দুর্ঘটনায় আহত ডানকুনির সঞ্জয় রায়কে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছিল৷ পরিবারের অভিযোগ, বাইক দুর্ঘটনায় আহত যুবককে সিটি স্ক্যানের নামে শুধুমাত্র অতিরিক্ত মুনাফা লাভের আশায় রোগীকে ‘ভেণ্টিলেশন’-এ দিয়েছিল অ্যাপোলো হাসপাতাল৷ সব মিলিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসার বিল করেছিল প্রায় সাড়ে সাত লক্ষ টাকা৷ এরপর পরিবারের তরফে সিদ্ধান্ত নেওয়া হয় রোগীকে এসএসকেএমে স্থানান্তরিত করা হবে৷ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাহায্যে সেখানে বেড মিলতেই রোগীকে নিয়ে যেতে চান তাঁরা৷ কিন্তু বিপুল অঙ্কের বিল পুরো না মেটানো হলে রোগীকে ছাড়া হবে না বলে জানিয়ে দেয় অ্যাপোলো৷ বিল নিয়ে টানাপোড়েনের জেরে এসএসকেএমে নিয়ে যেতে অনেকটাই দেরি হয়ে যায়৷ যার ফলে এসএসকেএম হাসপাতালে মৃত্যু হয় সঞ্জয়বাবুর৷

[সাগরে কপিল মুনির আশ্রম ভাঙার নির্দেশ দিল আদালত]

রুবির অভিযোগের ভিত্তিতেই চলছে সেই তদন্ত৷ যার জেরে বারবার কর্তাদের ডেকে পাঠানো হয়েছে৷ হাসপাতালে গিয়ে তদন্ত চালিয়েছে পুলিশ৷ এদিনও তদন্তের স্বার্থে ফুলবাগান থানার আধিকারিকরা যান হাসপাতালে৷ অতিরিক্ত ওসি-সহ অন্য আধিকারিকরা ছিলেন সেই টিমে৷ এরই মধ্যে এদিন সকাল সাড়ে এগারোটা নাগাদ নবান্নে তাঁর হাতে নিয়োগপত্র তুলে দেন স্বয়ং মুখ্যমন্ত্রী৷ প্রসঙ্গত, মেডিকায় মৃত সুনীল পাণ্ডের স্ত্রীকেও চাকরির আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী৷

[কাটা পা হাতে নিয়ে হাসপাতালের দরজায় দরজায় ঘুরলেন রোগী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement