Advertisement
Advertisement
CPIM in WB

নিচুতলায় সিপিএমের সঙ্গে মহাজোট চাইছে RSS, আলিমুদ্দিনে উদ্বেগ

ফের বামের ভোট রামে চলে যাবে না তো, উদ্বেগে বাম শীর্ষ নেতৃত্ব।

RSS wants ground level alliance with CPIM in WB | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:April 12, 2023 2:15 pm
  • Updated:April 12, 2023 2:16 pm  

স্টাফ রিপোর্টার: পঞ্চায়েত ভোটের আগে আরএসএস জোটের প্রস্তাব নিয়ে আসছে নিচুতলায়। এই উদ্বেগ উঠে এল সিপিএমের রাজ্য কমিটির বৈঠকে। পার্টির বিভিন্ন জেলা কমিটির সম্পাদকরা রিপোর্ট দিয়েছেন যে, বিজেপি নিচুতলায় নেই ঠিকই। কিন্তু আরএসএস নিচুতলায় মহাজোটের প্রস্তাব দিচ্ছে সিপিএমকে।

মঙ্গলবার আলিমুদ্দিনে সিপিএমের রাজ্য কমিটির বৈঠকে এই বিষয় নিয়ে আলোচনা হয়। আর বিভিন্ন জেলা থেকে আসা এই রিপোর্টে শঙ্কিত আলিমুদ্দিনও (Alimuddin)। রাজ্য নেতৃত্ব মনে করছে, এখনই যদি সতর্ক হওয়া না যায় তাহলে পার্টির ক্ষতি হবে। রাজ্য কমিটির বৈঠকে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার থেকে শুরু করে মালদহ-সহ একাধিক জেলা কমিটি এবং দক্ষিণবঙ্গের নদিয়া, বাঁকুড়া, পুরুলিয়া-সহ কয়েকটি জেলার পার্টি নেতৃত্ব এই আশঙ্কা প্রকাশ করে রিপোর্ট দিয়েছে বলে সূত্রের খবর।

Advertisement

[আরও পড়ুন: ৯৯ বছরেও ছিলেন ধনকুবেরদের প্রথম সারিতে, প্রয়াত মাহিন্দ্রা গ্রুপের প্রাক্তন চেয়ারম্যান কেশব মাহিন্দ্রা]

একাধিক জেলা পার্টির রিপোর্টে বলা হয়েছে, স্থানীয় নির্বাচন ও সমবায় ভোটে সিপিএম ভালো ফল করেছে। কর্মসূচিতে সাড়া মিলছে। বিজেপিকে স্থানীয় স্তরে দেখাই যাচ্ছে না। কিন্তু আরএসএস তলায় তলায় সক্রিয়। দলিত ও জনজাতিদের আবেগ উসকে দিতে চাইছে আরএসএস (RSS)। কোথাও মন্দির, কোথাও ধর্মীয় বিষয় নিয়ে মানুষকে সংঘবদ্ধ করতে চাইছে তারা। রাজ‌্য কমিটির বৈঠকে বিভিন্ন জেলার নেতাদের পেশ করা রিপোর্টে আরও বলা হয়েছে, ‘নো ভোট টু মমতা’, এই কথা বলে সিপিএমের কাছে জোটের টোপ দেওয়া হচ্ছে। এমন কৌশল নিয়েছে আরএসএস। সতর্ক থেকে এর মোকাবিলা না করতে পারলে বাম ভোট রামে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন জেলা সম্পাদকরা।

[আরও পড়ুন: মালদহের বন্যাত্রাণের টাকা নয়ছয়! CAG তদন্তের নির্দেশ কলকাতা হাই কোর্টের]

এই রিপোর্ট দেখে মহম্মদ সেলিম (Mohammad Selim), সুজন চক্রবর্তী-সহ সিপিএমের শীর্ষ নেতারা রাজ‌্য কমিটির বৈঠকে উদ্বেগ প্রকাশ করেছেন বলে খবর। তারা স্পষ্ট জেলা কমিটিগুলিকে জানিয়ে দেন, এখন থেকেই সতর্ক থাকতে হবে। ‘নো ভোট টু তৃণমূল’ ও একইসঙ্গে ‘নো ভোট টু বিজেপি’, এই স্লোগান এখন থেকেই দিতে হবে। কর্মীরা যেন কোনওভাবেই আরএসএসের ফাঁদে পা না দেয়, বিভ্রান্ত না হয়। কারণ, ‘১৯-এর লোকসভা ও ‘২১-এর বিধানসভা ভোটে বাম ভোট রামে চলে গিয়েছিল। বিধানসভায় বামেদের আসন শূন্য। এই পরিস্থিতির পর সিপিএম (CPIM) আন্দোলনের ঝাঁঝ বাড়িয়ে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। কিন্তু নিচুতলাতে দেখা যাচ্ছে, সমবায় ভোটে বাম-রাম জোট হচ্ছে। আবার একাধিক জায়গায় বিজেপির মিছিলে লাল ঝাণ্ডাও দেখা যাচ্ছে। ফলে পঞ্চায়েত ভোটে নিচুতলায় বামের ভোট যদি ফের রামে চলে যায় তাহলে আন্দোলনের জেরে যেটুকু শক্তি সঞ্চয় হয়েছে সেটুকুও ফের বরবাদ হয়ে যাবে। জেলা থেকে আসা এদিনের রিপোর্টের পর তাই ফের উদ্বেগ তৈরি হয়েছে আলিমুদ্দিনে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement