Advertisement
Advertisement
Mohan Bhagwat

রামমন্দির উদ্বোধন শেষেই বাংলায় মোহন ভাগবত, টানা তিনদিন শহরে RSS প্রধান

বছর শেষে শহরে এসেছিলেন ভাগবত।

RSS Chief Mohan Bhagwat will be at Kolkata for 3 days | Sangbad Pratidin

ফাইল ছবি।

Published by: Paramita Paul
  • Posted:January 20, 2024 7:15 pm
  • Updated:January 20, 2024 7:15 pm  

সুদীপ রায়চৌধুরী: ফের রাজ্যে আসছেন মোহন ভাগবত। থাকবেন টানা তিনদিন। লোকসভা ভোটের আগে রাষ্ট্রীয় স্বয়ংসেবক প্রধানের ঘনঘন বাংলায় আসা বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। যদিও সূত্রের খবর, সাংগঠনিক কোনও বৈঠক নয়, ব্যক্তিগত কাজেই শহরে আসছেন ভাগবত।

২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দির উদ্বোধন। রামলালা প্রাণপ্রতিষ্ঠা ঘিরে সেখানে বিরাট আয়োজন। থাকবেন মোহন ভাগবতও। সেই অনুষ্ঠান সেরে রাতেই কলকাতায় আসবেন তিনি। জানা গিয়েছে, কলকাতায় এক বিবাহ অনুষ্ঠানে যোগ দেবেন। পরদিন অর্থাৎ ২৩ জানুয়ারি সকালে যাবেন বারাসত। নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মবার্ষিকীতে ‘নেতাজি লহ প্রণাম’ অনুষ্ঠানে যোগ দেবেন। পরদিন অর্থাৎ ২৪ জানুয়ারি ফিরে যাবেন। গোটা সফরে কোনও সাংগঠনিক বৈঠক নেই আরএসএস প্রধানের।

Advertisement

[আরও পড়ুন: সানিয়া অতীত! বিচ্ছেদের জল্পনার মধ্যেই ফের বিয়ে করলেন শোয়েব মালিক]

প্রসঙ্গত, বর্ষশেষে দু’দিনের সফরে কলকাতায় এসেছিলেন সংঘপ্রধান। অযোধ‌্যায় রামমন্দিরের উদ্বোধনের মুখে বাংলায় গেরুয়া শিবিরকে দিশা বাতলে দিতেই ভাগবতের সেই সফর ছিল বলে সংঘ সূত্রে খবর। সঙ্ঘের সব শাখা সংগঠনগুলির সঙ্গে সমন্বয় বৈঠক করেছিলেন ভাগবত। ওই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির (BJP) নেতারাও। সূত্রের খবর, লোকসভা ভোটের আগে রামমন্দির নিয়ে রাজ‌্যজুড়ে হিন্দুত্বের জাগরণ ও গেরুয়া রাজনীতির দিক নির্দেশ করতেই সেই সমন্বয় বৈঠক হয়েছিল। এবারও রামমন্দিরের অনুষ্ঠান সেরেই কলকাতায় পা রাখবেন ভাগবত। তবে সফরে কোনও রাজনৈতিক কর্মসূচি নেই বলেই খবর।

[আরও পড়ুন: ‘ওর অহংবোধ বড্ড বেশি’, কোহলি সম্পর্কে এমন মন্তব্য কেন করলেন ইংল্যান্ডের তারকা?]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement