সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাজিরার জন্য সময় চেয়ে সিবিআই আধিকারিকদের চিঠি দিয়েছিলেন। কিন্তু শেষপর্যন্ত আইনজীবীদের পরামর্শে সিদ্ধান্ত বদল করলেন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার। রোজভ্যালি মামলায় শুক্রবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন তিনি।
সারদা মামলায় জিজ্ঞাসাবাদ করতে চেয়ে বেশ কয়েকবার রাজীব কুমারকে তলব করেছিল সিবিআই। কিন্তু প্রত্যেকবারই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকদের সামনে হাজিরা এড়িয়ে যান কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার। শেষপর্যন্ত যখন কলকাতায় রাজীব কুমারের বাড়িতে হানা দেন সিবিআই আধিকারিকরা, তখন তাঁর গ্রেপ্তারির জল্পনা তুঙ্গে ওঠে। সারদা মামলায় ‘গ্রেপ্তারি’ এড়াতে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন রাজীব কুমার। তাঁর গ্রেপ্তারিতে স্থগিতাদেশ জারি করেন হাই কোর্টের বিচারপতি প্রতীক প্রকাশ বন্দ্যোপাধ্যায়। তবে জিজ্ঞাসাবাদের জন্য ডাকলে যে রাজীব কুমারকে সিবিআই দপ্তরে হাজিরা দিতে হবে, তা স্পষ্টই জানিয়ে দিয়েছে আদালত। বস্তুত, আদালতের নির্দেশে সিবিআই দপ্তরের হাজিরাও দিয়েছেন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার।
রোজভ্যালি মামলায় কিন্তু আদালতের তেমন কোনও রক্ষাকবচ নেই। তাহলে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে কেন গড়িমসি করছিলেন রাজীব কুমার? সারদার মামলার মতো রোজভ্যালি মামলায়ও গ্রেপ্তারি এড়াতে হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। আগামী ১৯ আগস্ট অর্থাৎ সোমবার সেই মামলার শুনানি। সূত্রের খবর, সিবিআই আধিকারিকদের চিঠি দিয়ে রাজীব কুমার জানিয়েছিলেন, রোজভ্যালি মামলায় হাই কোর্ট কি নির্দেশ দেয়, তা দেখার পর তদন্তকারীদের সামনে হাজিরা দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবেন তিনি। কিন্তু সেক্ষেত্রে আদালতে রাজীব কুমারের বিরুদ্ধে সিবিআই তদন্তে অসহযোগিতার অভিযোগ আনতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনারের আইনজীবীরা। আইনজীবীদের পরামর্শে সিদ্ধান্ত বদল করে শুক্রবার রাজীব কুমার সিবিআই দপ্তরে হাজিরা দিলেন বলে জানা গিয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.