তরুণকান্তি দাস, ভুবনেশ্বর: জেরায় টলিউডের যে সমস্ত অভিনেত্রী ও কলাকুশলীদের রোজভ্যালির সঙ্গে যুক্ত থাকার কথা বলেছেন অভিনেতা তাপস পাল তার সত্যতা যাচাই করে দেখছে সিবিআই৷ কারণ, জেরার মুখে ভুবনেশ্বরে বসে একাধিক অভিনেত্রী ও শিল্পীর নাম বললেও তাঁরা আদৌ এতটা গভীরভাবে যুক্ত ছিলেন কি না তা নিয়ে সন্দেহ রয়েছে কেন্দ্রীয় গোয়েন্দাদের৷ কারণ, রোজভ্যালির একাধিক সিনেমা এবং টিভি চ্যানেলে বিভিন্ন সময় অনেক অভিনেত্রী ও কলাকুশলীরা অংশ নিয়েছেন৷ সে জন্য পারিশ্রমিকও পেয়েছেন৷ কিন্তু চিটফান্ডের ব্যবসায় ওই সমস্ত অভিনেত্রী এবং শিল্পীরা আদৌ প্রভাব খাটিয়েছিলেন কি না তার বিস্তারিত তথ্য হাতে না নিয়ে কোনও পদক্ষেপ করতে রাজি নয় সিবিআই৷
আজ সোমবার শেষ হচ্ছে তাপসের সিবিআই হেফাজতের মেয়াদ৷ মঙ্গলবার ফের ভুবনেশ্বরের বিশেষ সিবিআই কোর্টে তোলা হবে কৃষ্ণনগরের সাংসদকে৷ সিবিআই সূত্রে জানা গিয়েছে, আবার নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানাতে পারেন কেন্দ্রীয় গোয়েন্দারা৷ অভিনেতা তাপস পালকে জেরা করে একাধিক অভিনেত্রীর নাম পেলেও একজন নামী অভিনেত্রীর সঙ্গে রোজভ্যালি কর্ণধারের বিদেশ সফরের অভিযোগ করেছেন তাপস৷ তিনি বলেছেন, ওই অভিনেত্রী শুধু লন্ডন নয়, সিঙ্গাপুরেও গিয়েছেন রোজভ্যালির পয়সায়৷ তাঁর স্বামী অধিকাংশ সময় বিদেশে থাকেন৷
সেই সুবাদে স্বামীর কাছে নিত্য যাতায়াতেও মিলেছে রোজভ্যালির দাক্ষিণ্য৷ তবে এদেশে টাকা তুলে হাওয়ালার মাধ্যমে কয়েকশো কোটি টাকা বিদেশে গৌতম সরিয়েছেন বলে জানতে পেরেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট৷ সেই টাকা সরানোর ক্ষেত্রে কলকাতার ওই অভিনেত্রীর বিদেশি-কানেকশন কাজ করেছে কি না খতিয়ে দেখতে চায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা৷ তাপসের দাবি, এক অভিনেত্রী যিনি একটি বিখ্যাত বাংলা সিনেমার রিমেকে অভিনয় করেছেন তাঁর কাছেও সিবিআই জানতে চাক আর্থিক লেনদেন নিয়ে৷ এই অভিনেত্রীর বিরুদ্ধে অবশ্য বড় কোনও অভিযোগ নেই৷ তবে তথ্য পাওয়ার সূত্র হিসাবে তাঁর সঙ্গে কথা বলতে চায় সিবিআই৷ সিনেমা ও সিরিয়ালের মাঝারি মানের কয়েকজন কুশীলবের অ্যাকাউন্ট ব্যবহার করে গৌতম কত টাকা সরিয়েছেন সেই তথ্য পেতে ইডি নথি জোগাড় করেছে৷
এদিন সকালে চা-বিস্কুট খাওয়ার পর তাপস পালকে নিয়ে যাওয়া হয় স্বাস্থ্য পরীক্ষায়৷ আপাতত ঠিক আছেন তিনি৷ বলেছেন, “তদন্ত চলুক৷ চাকা গড়াক৷ দেখুন কতজন কাটা পড়ে৷ শুধু আমাকে ফাঁসালেই তো হবে না৷ আমি কে? নায়ক৷ টালিগঞ্জের নায়ক৷ আমি কি চোর না ডাকাত?” তাঁর বক্তব্যের পরতে পরতে নানা রহস্যের গন্ধ৷ সেই গন্ধ বিচার করে কেন্দ্রবিন্দুতে পৌঁছতে তৎপর সিবিআইয়ের তদন্তকারী অফিসাররা৷ তারই একটি পর্যায় হল কাল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সল্টলেকে সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো৷ সিবিআইয়ের একটি সূত্র জানাচ্ছে, কিছু প্রশ্নের উত্তর দিলেও বারবার তাপসবাবু একটা কথাই বলছেন, তিনি নগদে টাকা নেননি৷ মাত্র পাঁচমাস ছিলেন রোজভ্যালির ফিল্ম ডিভিশনে৷ সিনেমায় লগ্নি ঘিরে তাঁর সঙ্গে গৌতমের বিরোধ গড়ায় বৈরিতায়৷ তারপর তাঁর গোলাপের উপত্যকা ত্যাগ৷ তবে কয়েকমাসের জন্য জড়িত থাকাই কাল হল বলে হতাশা ব্যক্ত করেছেন সাংসদ তাপসবাবু৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.