Advertisement
Advertisement

Breaking News

মা উড়ালপুলে দুমড়ে মুচড়ে গেল গাড়ি, ভয়াবহ দুর্ঘটনায় চালকের মৃত্যু

গ্যাসকাটার ব্যবহার করে উদ্ধার করা হয় চালকের দলা পাকানো দেহ।

Road mishap at Maa flyover, Kolkata, 1 killed | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:September 30, 2023 10:03 am
  • Updated:September 30, 2023 3:52 pm  

নিরুফা খাতুন: আবারও মা উড়ালপুলে গতির বলি এক। শুক্রবার মধ্যরাতে ভয়ংকর দুর্ঘটনার সাক্ষী রইল কলকাতা। ঘটনায় মৃত্যু হয়েছে গাড়ির চালকের। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি গাড়ির চার আরোহী।

সূত্র মারফত জানা গিয়েছে, গতকাল রাত সাড়ে ১২টা নাগাদ নীল রঙের চারচাকা মা উড়ালপুল (Maa flyover) দিয়ে গাড়িটি পার্ক সার্কাসের দিক থেকে চিংড়িঘাটার দিকে যাচ্ছিল। চালক-সহ মোট পাঁচজন ছিল সেই গাড়িতে। প্রত্যক্ষদর্শীদের দাবি, রাস্তা ফাঁকা থাকায় দ্রুতগতিতে ছুটে যাচ্ছিল গাড়িটি। আর তাতেই ঘটে দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে উড়ালপুলের ল্যাম্প পোস্টে ধাক্কা মারে ওই গাড়ি। গতি এতটাই দ্রুত ছিল যে ধাক্কা লাগতেই একেবারে তা দুমড়ে মুচড়ে যায়।

Advertisement

[আরও পড়ুন: ‘দারুণ কাজ করেছে’, কলকাতা ট্রাফিক পুলিশকে দরাজ সার্টিফিকেট বিচারপতি গঙ্গোপাধ্যায়ের]

প্রথমে স্থানীয়রাই ছুটে এসে গাড়ি থেকে আরোহীদের বের করার চেষ্টা করেন। এর পর খবর দেওয়া হয় পুলিশকে। গ্যাসকাটার ব্যবহার করে রীতিমতো যুদ্ধ করে আরোহীদের বের করতে হয় গাড়ি থেকে। জানা গিয়েছে, চালকের দলা পাকানো দেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে খবর। বাকি চারজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

এই ঘটনার জেরে দীর্ঘক্ষণ যান চলাচল ব্যাহত হয়। যদিও গভীর রাত হওয়ায় খুব একটা সমস্যায় পড়তে হয়নি যাত্রীদের। রাত তিনটে নাগাদ গাড়ি চলাচল স্বাভাবিক হয়। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ। নিহত এবং আহতদের পরিবারকেও খবর দেওয়া হচ্ছে।

[আরও পড়ুন: অঝোর বৃষ্টিতে অঘটন, খেলার সময় মাটির দেওয়াল ধসে মৃত্যু ৩ শিশুর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement