Advertisement
Advertisement

Breaking News

Kolkata Accident

ফের কলকাতার রাস্তায় বেপরোয়া গতি, ডিভাইডারে ধাক্কা দিতেই গাড়ি থেকে ছিটকে পড়লেন যাত্রীরা

আহত ২ শিশু-সহ মোট ১৫ যাত্রী।

Road accident in Kolkata left 15 including 2 children injured | Sangbad Pratidin

প্রতীকী ছবি।

Published by: Paramita Paul
  • Posted:June 5, 2022 9:45 am
  • Updated:June 5, 2022 9:57 am  

অর্ণব আইচ: বেপরোয়া গতির জের। সাতসকালে খাস কলকাতায় (Kolkata) ফের উলটে গেল পণ্যবাহী গাড়ি। রবিবার সকালে হেস্টিংসের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে ম্যাটাডোরটি। পণ্যবাহী গাড়ি হলেও তাতে ১৫ জন যাত্রী ছিলেন। সকলেই কমবেশি আহত। ২ জন এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন। চালক পলাতক। তাঁর খোঁজ শুরু করেছে হেস্টিংস থানার পুলিশ।

পুলিশ সূত্রে খবর, হেস্টিংস রোডের দিকে যাওয়ার পথে কমিশারিয়েট ক্রসিংয়ের কাছে দুর্ঘটনাটি ঘটে। অভিযোগ, বেপরোয়া গতিতে চলছিল গাড়িটি। সেইসময় নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে উলটে যায় ম্যাটাডোরটি। ছিটকে পড়েন যাত্রীরা। এদিকে দুর্ঘটনার পর থেকেই পলাতক চালক। তার খোঁজ চলছে। গাড়িতে যান্ত্রিক ত্রুটি ছিল নাকি চালক মদ্যপ ছিলেন, কীভাবে দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement

[আরও পড়ুন: ‘নাড্ডা যাঁদের সঙ্গে বৈঠক করবেন তাঁরা ৩ মাস থাকবেন তো?’, বিজেপিতে ফের ভাঙনের ইঙ্গিত কুণালের]

জানা গিয়েছে, ম্যাটাডোরে মোট ১৫জন যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে ৫ জন মহিলা, ২ শিশু এবং বাকির পুরুষ। সকলেরই চোট আঘাত রয়েছে। দুর্ঘটনাস্থল থেকে তাঁদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর সকলকেই ছেড়ে দেওয়া হয়েছে। 

উল্লেখ্য, বেপরোয়া গতির জেরে কলকাতার রাস্তায় একের পর এক দুর্ঘটনা ঘটছে। পাশাপাশি, বেআইনি হওয়া সত্ত্বেও পণ্যবাহী গাড়িতে যাত্রীর বহন করার প্রবণতা বাড়ছে। যার দরুন এধরনের দুর্ঘটনার সংখ্যাও বাড়ছে শহর কলকাতায়। কিছুদিন আগেই মা ফ্লাইওভারে এমনই এক পণ্যবাহী গাড়ি উলটে ৫ জনের মৃত্যু হয়। জখম কয়েকজন এখনও ট্রমার মধ্যে রয়েছেন। 

[আরও পড়ুন: জামাই আদর করতে গিয়ে পকেট ফাঁকা? বাজারে যাওয়ার আগে জেনে নিন সবজি-মাছের দর]

কলকাতা পুলিশ সূত্রে খবর, কলকাতার বন্দর বা পোর্ট এলাকা কিংবা বড়বাজার-পোস্তা এলাকায় পণ্যবাহী গাড়িতে যাত্রী পরিবহণের প্রবণতা বেশি। পণ্যের সঙ্গেই চাপানো হয় যাত্রী। যা একেবারে বেআইনি। আর এই আইন ভাঙার ফলে একের পর এক দুর্ঘটনা ঘটছে শহর কলকাতায়। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement