ছবি: প্রতীকী
নিরুফা খাতুন: ফের ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী শহর কলকাতা (Kolkata)। চিংড়িহাটায় ভোররাতে কলেজ পড়ুয়া ভরতি একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারল ডিভাইডারে। আহত অন্তত ৯ জন। এদের মধ্যে ৩ জন গুরুতর জখম হয়েছেন।
সূত্রের খবর, শুক্রবার ভোররাতে বেসরকারি ম্যানেজমেন্ট কলেজের বাসটি মেট্রোপলিটন থেকে চিংড়িঘাটার দিকে যাচ্ছিল। চিংড়িঘাটায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ডিভাইডারে ধাক্কা মেরে বিপরীত দিকের লেনে চলে য়ায়। বিপরীত লেনের রাস্তার পাশে থাকা একটি দোকান গুঁড়িয়ে য়ায়। আরও কয়েকটি দোকানে ধাক্কা মারে বাসটি। দুমড়ে মুচড়ে যায় বাসটিও। ভলভো বাসটি সামনের অংশ একেবারে তুবড়ে গিয়েছে।
আহত পড়ুয়াদের বাস থেকে উদ্ধার করে স্থানীয়রা। তারা জানিয়েছেন, ভোররাতে তীব্র আওয়াজে তাদের ঘুম ভেঙে যায়। বাইরে বেরিয়ে দেখেন এই কাণ্ড। সব মিলিয়ে জখম হন ৯ পড়ুয়া। এদের মধ্যে ৩ পড়ুয়াকে পাঠানো হয় SSKM-এর ট্রমা কেয়ারে। বাকিদের নিয়ে যাওয়া হয় NRS হাসপাতালে।
ঘটনার পরই ঘটনাস্থলে পৌছায় বিধাননগর দক্ষিণ থানার (Bidhan Nagar PS) পুলিস। ঠিক কেন দুর্ঘটনা ঘটল? কেন নিয়ন্ত্রণ হারাল বাস? সেসব নিয়ে তদন্ত শুরু হয়েছে। পুলিশ সুত্রের খবর, বাসের চালক পলাতক। তাঁর সন্ধান চলছে। বিধাননগর দক্ষিণ থানার তরফে জানানো হয়েছে, অত্যন্ত দ্রুত গতিতে আসছিল বাসটি। সেটাও দুর্ঘটনার কারণ হতে পারে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.