স্টাফ রিপোর্টার: শহরে ফের বেপরোয়া বাসের দৌরাত্ম্য৷ বাসের চাকায় পিষ্ট স্কুটার আরোহী৷ সোমবার সকালে দুর্ঘটনাটি ঘটে হেস্টিংস মোড়ের কাছে৷ আশঙ্কাজনক অবস্থায় ওই স্কুটার আরোহীকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়৷ ঘটনার জেরে উত্তেজনা ছড়ায় এলাকায়৷ উত্তেজিত জনতা ঘাতক বাসটিকে ভাঙচুর চালায়৷ আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়৷ এলাকায় ছুটে আসে বিশাল পুলিশবাহিনী৷ আসে দমকলও৷ ঘাতক বাসের চালককে বেধড়ক মারধর করে ক্ষুব্ধ জনতা৷ গুরুতর জখম অবস্থায় তাঁকেও নিয়ে যাওয়া হয় এসএসকেএমে৷
এদিন সকাল সাড়ে ১০টা নাগাদ এসথ্রিবি বাসটি হেস্টিংস মোড় দিয়ে বাঁক নেওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে৷ অভিযোগ, সিগন্যাল না মেনে বাসটি বাঁক কষছিল৷ সেই সময়ই ওই স্কুটার আরোহীকে পিষে দেয়৷ প্রায় ঘণ্টাখানেকের বেশি সময় ধরে অবরোধ চলে৷ ফলে বন্ধ হয়ে যায় ওই এলাকায় যান চলাচল৷ ভোগান্তিতে পড়েন নিত্যযাত্রীরা৷ পরে পুলিশ লাঠি উঁচিয়ে উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করে৷ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রায় দিনই বেপরোয়া বাস চালানোর কারণে এলাকায় দুর্ঘটনা ঘটে৷ কিন্তু কারও কোনও হেলদোল নেই৷ তাই দুর্ঘটনার পরই সাধারণ মানুষের ক্ষোভ গিয়ে পড়ে বাসচালকের উপর৷ শুরু হয় বাস ভাঙচুর৷ বাসে থাকা যাত্রীরা কোনওক্রমে প্রাণ হাতে নিয়ে নেমে যান৷
খবর ছড়িয়ে পড়তেই হেস্টিংস মোড়ে আরও উত্তেজনা ছড়ায়৷ সরকারি বাসটিতে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়৷ এলাকা কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়৷ পরিস্থিতি সামাল দিতে আসে বিশাল পুলিশবাহিনী৷ খবর দেওয়া হয় দমকলেও৷ যদিও পুলিশের তরফে জানানো হয়েছে, আগুন লাগানোর কোনও ঘটনা ঘটেনি৷ এদিকে ঘটনার পর ওই রাস্তা দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়৷ দাঁড়িয়ে পড়ে দক্ষিণ কলকাতার একাধিক রাস্তার গাড়ি৷ প্রায় ঘণ্টা দু’য়েক পর পরিস্থিতি স্বাভাবিক হয়৷
নিত্যযাত্রীদেরও অভিযোগ, সরকারি বাসের পরিষেবা আগের থেকে ভাল হলেও বাসগুলিতেই সমস্যা রয়েছে৷ তার পাশাপাশি চালকরা বেপরোয়াভাবে গাড়ি চালানোর কারণেই পরিস্থিতি আরও জটিল হচ্ছে৷ বাসের দরজার কাছে ধরার কিছু থাকে না৷ ব্রেক কষলে যাত্রীদের ছিটকে পড়ার উপক্রম হয়৷ বাসগুলি দেখতে যতটা সুন্দর, চাপার পর তা আর মনে হয় না৷ তাছাড়া চালকদেরও নতুন ধরনের এই বাস চালানোর ক্ষেত্রে উপযুক্ত প্রশিক্ষণের দরকার ছিল৷ কিন্তু তা না হওয়াতেই বাসে উঠলে অসুবিধার সম্মুখীন হচ্ছেন যাত্রীরা৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.