Advertisement
Advertisement

Breaking News

আরপিএফ কর্মীর গুলিতে জখম তিন, চাঞ্চল্য দমদম মেট্রো স্টেশনে

কীভাবে চলল গুলি? জানতে শুরু তদন্ত৷

RMF staff shot at Dumdum Metro Station
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 8, 2018 6:39 pm
  • Updated:June 8, 2018 6:42 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডিউটি চলাকালীন আরপিএফ কর্মীর বন্দুক থেকে গুলি ছুটে জখম মা ও শিশু-সহ জখম তিন৷ আচমকা গুলির শব্দ শুনে চূড়ান্ত আতঙ্ক তৈরি হয় ভিড়ে ঠাসা দমদম মেট্রো স্টেশনের টিকিট কাউন্টারের সামনে৷ হাত থেকে রাইফেল মাটিতে পড়ে গুলি ছিটকে জখম মা ও শিশুকে তড়িঘড়ি আর জি কর হাসপাতালে ভরতি করা হয়৷ গুলির শব্দ শুনে যাত্রীর হুরহুরিতে জখম হন এক ব্যক্তি৷ তাঁকেও আর জি কর হাসপাতালে ভরতি করা হয়৷ হাসপাতাল সূত্রে খবর, তিনজনেরই অবস্থা এখন স্থিতিশীল৷ ঘটনায় অভিযুক্ত আরপিএফ কর্মীকে শো-কজ করা হয় বলে জানা গিয়েছে৷

[বন্ধ হবে না বারাকপুরের স্কুল, প্রয়োজনে সেনাকে জমি দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর]

রেল সূত্রে জানা গিয়েছে, এদিন দমদম মেট্রো স্টেশনের টিকিট কাউন্টারের সামনে ডিউটি করছিলেন এক আরপিএফ কর্মী৷ অভিযোগ, ডিউটি বদলের সময় রাইফেল থেকে গুলি ছিটকে টিকিট কাউন্টারের দেওয়ালে লাগে৷ দেওয়ালে গুলি লাগার পর স্লিনটার জাতীয় কিছু এক মহিলা ও তাঁর শিশুর পায়ে লাগে৷ গুলির শব্দে দমদম মেট্রো স্টেশনে যাত্রীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়৷ কীভাবে আরপিএফের ভারী রাইফেল থেকে গুলি ছোঁড়া হল, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ৷ একই সঙ্গে অভিযুক্ত আরপিএফ কর্মীর বিরুদ্ধে শুরু হয়েছে বিভাগীয় তদন্ত৷ দুর্ঘটনার কারণ জানতে সিসিটিভির ফুটেজ দেখে তদন্ত শুরু করেছে পুলিশ৷

Advertisement

এদিনের এই ঘটনা প্রসঙ্গে মেট্রোর সিপিআরও ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় সংবাদমাধ্যমে বলেন, ‘‘এটা দুর্ভাগ্যজনক ঘটনা৷ গোটা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে৷ অভিযোগ পাওয়া গেলে অভিযুক্ত ওই আরপিএফের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে৷’’ কিন্তু, ভিড়ে ঠাসা দমদম স্টেশনে এমন ঘটনা, প্রশ্নের মুখে ফেলে দিয়েছে রেল যাত্রীদের নিরাপত্তা৷ যাত্রীদের সুরক্ষা দেওয়া যাঁদের কাজ, তাঁদের হাত থেকে রাইফেল পড়ে গিয়ে তা থেকে গুলি ছুটে যাওয়ার ঘটনা, যাত্রীদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে৷ এমনিতেই, রেল পরিষেবা নিয়ে যাত্রীদের মধ্যে ক্ষোভ রয়েছে, তার উপর নিরাপত্তা কর্মীর এহেন বিপত্তি বাধানোর ঘটনায় বেশ চিন্তিত যাত্রীরা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement