Advertisement
Advertisement

Breaking News

Rabindra Jayan

রবীন্দ্র জয়ন্তীতে শাহের অনুষ্ঠানে নৃত্য পরিবেশন ঋতুপর্ণার, অতিথি তালিকায় শুভেন্দুও

থাকছেন তনুশ্রী শংকর, সোমলতারা।

Rituparna will perform in Rabindra Jayanti programme in present of Amit Shah | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:April 23, 2023 11:50 am
  • Updated:April 23, 2023 11:53 am  

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: ২৫ বৈশাখ বিজেপির রবীন্দ্র সন্ধ্যায় দেখা যেতে পারে টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে (Rituparna Sengupta)। সেখানে নৃত্য পরিবেশন করতে পারেন তিনি। এমনই খবর বিজেপি সূত্রে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

৮ মার্চ ফের বঙ্গ সফরে আসছেন অমিত শাহ (Amit Shah)। ওই দিন সন্ধেয় মুর্শিদাবাদে সভা করবেন তিনি। ৯ মে অর্থাৎ ২৫ বৈশাখ, কবিগুরুর জন্মবার্ষিকীতে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি যাবেন শাহ। সন্ধেয় সায়েন্স সিটি অডিটোরিয়ামে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানেও হাজির থাকবেন শাহ। আর সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন তনুশ্রী শংকর, ঋতুপর্ণা সেনগুপ্ত। থাকবেন সোমলতা আচার্যও। 

Advertisement

[আরও পড়ুন: একসঙ্গে ৬০ পুরসভায় নিয়োগের দায়িত্বে অয়নের সংস্থা, নেপথ্যে কার হাতযশ? খুঁজছে CBI]

সাংস্কৃতিক সন্ধের আয়োজক বিজেপি প্রভাবিত সংগঠন ‘খোলা হাওয়া’। সংগঠনটি তৈরি করেছেন বিজেপির রাজ্য়সভার প্রাক্তন সাংসদ স্বপন দাসগুপ্ত। তাদের অনুষ্ঠানে শাহের পাশাপাশি হাজির থাকবেন রাজ্য়ের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানের মূল বক্তাও তিনি। রাজনৈতিক মহলের মতে, সবমিলিয়ে পঞ্চায়েত ও লোকসভা ভোটের আগে ফের একবার বাঙালি আবেগকে হাতিয়ার করতে চাইছে বিজেপি। তাই রবি ঠাকুরের জন্মবার্ষিকীতে বাংলায় আসছেন শাহ। যাবেন ঠাকুরবাড়িতেও।

[আরও পড়ুন: আইপিএলে ছক্কার রেকর্ড রোহিতের, লজ্জার নজির গড়ে কটাক্ষের শিকার অর্জুন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement