রূপায়ণ গঙ্গোপাধ্যায়: ২৫ বৈশাখ বিজেপির রবীন্দ্র সন্ধ্যায় দেখা যেতে পারে টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে (Rituparna Sengupta)। সেখানে নৃত্য পরিবেশন করতে পারেন তিনি। এমনই খবর বিজেপি সূত্রে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
৮ মার্চ ফের বঙ্গ সফরে আসছেন অমিত শাহ (Amit Shah)। ওই দিন সন্ধেয় মুর্শিদাবাদে সভা করবেন তিনি। ৯ মে অর্থাৎ ২৫ বৈশাখ, কবিগুরুর জন্মবার্ষিকীতে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি যাবেন শাহ। সন্ধেয় সায়েন্স সিটি অডিটোরিয়ামে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানেও হাজির থাকবেন শাহ। আর সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন তনুশ্রী শংকর, ঋতুপর্ণা সেনগুপ্ত। থাকবেন সোমলতা আচার্যও।
সাংস্কৃতিক সন্ধের আয়োজক বিজেপি প্রভাবিত সংগঠন ‘খোলা হাওয়া’। সংগঠনটি তৈরি করেছেন বিজেপির রাজ্য়সভার প্রাক্তন সাংসদ স্বপন দাসগুপ্ত। তাদের অনুষ্ঠানে শাহের পাশাপাশি হাজির থাকবেন রাজ্য়ের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানের মূল বক্তাও তিনি। রাজনৈতিক মহলের মতে, সবমিলিয়ে পঞ্চায়েত ও লোকসভা ভোটের আগে ফের একবার বাঙালি আবেগকে হাতিয়ার করতে চাইছে বিজেপি। তাই রবি ঠাকুরের জন্মবার্ষিকীতে বাংলায় আসছেন শাহ। যাবেন ঠাকুরবাড়িতেও।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.