Advertisement
Advertisement

শহরে ফের ভেঙে পড়ল বিপজ্জনক বাড়ি, মৃত এক কিশোরী

মর্মান্তিক দুর্ঘটনা টালায়।

Rickety house collapses in Kolkata, 1 dead
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 16, 2017 7:20 am
  • Updated:September 16, 2017 7:22 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের কলকাতায় বিপজ্জনক বাড়ি ভেঙে মৃত এক। শুক্রবার গভীর রাতে উত্তর কলকাতার টালায়  একটি একতলা বাড়ির ছাদের একাংশ ভেঙে পড়ে। ঘটনায় পূজা কুমারী গুপ্তা নামে দ্বাদশ শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার সকালে ঘটনাস্থলে যান কলকাতা পুরসভার আধিকারিকরা। দুর্ঘটনাগ্রস্ত বাড়িটি ভেঙে ফেলা হয়।

[শহরে ফের ভেঙে পড়ল বিপজ্জনক বাড়ি, গোটা পরিবার নিশ্চিহ্ন]

Advertisement

জানা গিয়েছে, টালা পোস্ট অফিস লাগোয়া ওই একতলা বাড়িটিতে তিনটি পরিবার ভাড়া থাকত।  ২০০১ সালে বাড়িটির একাংশ ভেঙে পড়েছিল। এরপরই বাড়িটিকে বিপজ্জনক বলে ঘোষণা করে পুরসভা। কিন্তু বাড়ির মালিক বাড়িটি মেরামত করার কোনও উদ্যোগ নেননি বলে অভিযোগ। বাকি ভাড়াটিয়ারা অন্যত্র চলে গেলেও, একটি পরিবার ওই বাড়িতেই থেকে গিয়েছিল। শুক্রবার গভীর রাতে আচমকাই বাড়ির ছাদের একাংশ ভেঙে পড়ে। ধ্বংসস্তুপে আটকে পড়ে পূজা কুমারী গুপ্তা নামের ওই কিশোরী। স্থানীয় বাসিন্দারাই গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। কিন্তু, চিকিৎসকরা পূজাকে মৃত বলে ঘোষণা করেন। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ওই বাড়িতে পূজার মা-বাবা ও দুই ভাইও থাকেন। তবে দুর্ঘটনার সময়ে বাড়িতে একাই ছিল সে। শনিবার সকালে ঘটনাস্থলে যান কলকাতা পুরসভার আধিকারিকরা। পুরো বাড়িটিই ভেঙে ফেলা হয়। প্রসঙ্গত, চলতি মাসেই বড়বাজারে শিবতলা লেনে একটি বিপজ্জনক বাড়ি ভেঙে পড়ে। মৃত্যু হয় একই পরিবারের তিনজনের।

[সিবিআই চাইলেও ‘ভয়েস স্যাম্পেল’ দেননি অধিকাংশ তৃণমূল নেতাই]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement