Advertisement
Advertisement
RG Kar Protest

অভয়ার সুবিচার চেয়ে সিজিও অভিযানে ধুন্ধুমার, CBI দপ্তরে তালা ঝোলালেন জুনিয়র ডাক্তাররা

সিবিআইয়ের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে মঙ্গলবার বিক্ষোভ দেখায় একাধিক চিকিৎসক সংগঠন।

RG Kar Protest: Trouble surrounding the protest at the doctors' CGO complex
Published by: Subhankar Patra
  • Posted:December 24, 2024 3:33 pm
  • Updated:December 24, 2024 4:40 pm  

দিশা ইসলাম, বিধাননগর: আর জি কর ইস্যুতে ফের উত্তপ্ত রাজপথ। অভয়ার সুবিচারের দাবিতে জুনিয়র চিকিৎসকদের সিজিও অভিযানে ধুন্ধুমার। সিজিও কমপ্লেক্সের সামনে প্রতীকী তালা ঝোলালেন বিক্ষোভকারীরা। পুলিশ তা খুলে ফেলতেই বিক্ষোভকারীদের সঙ্গে ধস্তাধস্তি বাধে। ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন তাঁরা। আর জি কর কাণ্ডে বিচারের ক্ষেত্রে ঢিলেমি করা হচ্ছে, সিবিআইয়ের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে মঙ্গলবার বিক্ষোভ দেখায় একাধিক চিকিৎসক সংগঠন।

আর জি কর হাসপাতালে চিকিৎসক তরুণীর খুন ও ধর্ষণ মামলায় জামিন পেয়েছেন হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডল। তাঁদের বিরুদ্ধে প্রমাণ লোপাটের অভিযোগ উঠেছিল। তবে সিবিআই চার্জশিট দিতে না পারায় তাঁদের জামিন হয়। তারপর থেকে অভয়ার সুবিচারের দাবিতে ফের পথে নেমেছে ডাক্তারদের একাধিক সংগঠন। কেন্দ্র এবং রাজ্য মিলে তদন্তকে শীত ঘুমে পাঠানোর চক্রান্ত করছে, এমন অভিযোগ তুলে মঙ্গলবার দুপুরে সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশনের সামনে জমায়েত করেন মেডিক্যাল সার্ভিস সেন্টার, সার্ভিস ডক্টর ফোরাম এবং নার্সেস ইউনিটির সদস্যরা।

Advertisement

এদিন দুপুর ২টো নাগাদ চিকিৎসক ও নার্স সংগঠনের সদস্য থেকে শুরু করে চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরা সিজিও কমপ্লেক্সের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন। আন্দোলনকারীদের পক্ষ থেকে সিজিও কমপ্লেক্সের মেন গেটে প্রতীকী তালা ঝুলিয়ে দেওয়া হয়। সেই তালা পুলিশের পক্ষ থেকে খুলে দিলে আন্দোলনকারীরা বিক্ষোভে ফেটে পড়েন। ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা করেন তাঁরা। পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি বাধে। সিজিওর সামনে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। উপস্থিত বিধাননগর পুলিশের উচ্চপদস্থ কর্তারা।

অভিযান শুরুর সময় চিকিৎসক বিপ্লব চন্দ তাঁর ভাষণে অভিযোগ করেন, “সিএফএসএলের যে রিপোর্ট সামনে এসেছে তাতে আর জি করে চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনা একজনের পক্ষে সম্ভব নয়, সেটার ইঙ্গিত মেলে। চারমাস পেরিয়ে গেলেও বিচার মেলেনি, সিবিআই নির্ধারিত সময়ে চার্জশিট দিতে পারেনি, তাতেও প্রশ্ন উঠছে যে কেন্দ্র এবং রাজ্য সরকারের দুই তদন্তকারী সংস্থা কার্যত প্রকৃত সত্য গোপনের চেষ্টা করছে। এর বিরুদ্ধে আন্দোলন তীব্র থেকে তীব্রতর করা হবে।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement