সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টানা অনশনে আরও দুই জুনিয়র চিকিৎসকের শারীরিক অবস্থার অবনতি। সোমবার অসুস্থ হয়ে পড়েন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জুনিয়র চিকিৎসক সৌভিক বন্দ্যোপাধ্যায়। ধর্মতলার অনশন মঞ্চে থাকা কলকাতা মেডিক্যালের তনয়া পাঁজাও ক্রমশ অসুস্থ হয়ে পড়ছেন। এদিকে, উত্তরবঙ্গে সন্দীপ মণ্ডল নামে আরও একজন জুনিয়র ডাক্তার আমরণ অনশনে যোগ দিয়েছেন।
সোমবার সকাল থেকেই সৌভিক বন্দ্যোপাধ্যায়ের রক্তচাপ ওঠানামা করছে। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্বাস্থ্যপরীক্ষার পর অনশন মঞ্চে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় তাঁকে। জুনিয়র চিকিৎসক তনয়া পাঁজার শরীরে কিটন বডির মাত্রায় তারতম্য তৈরি হয়েছে। তাঁর রক্তচাপও বেশ কম। রক্তে শর্করার মাত্রাও কম। সূত্রের খবর, তাঁকে হাসপাতালে ভর্তির তোড়জোড় শুরু হয়েছে। শারীরিক অবস্থার অবনতি হলেও, অনশন মঞ্চ এখনই ছাড়ছেন না সৌভিক কিংবা তনয়া কেউই। বলে রাখা ভালো, এর আগে টানা অনশনে অসুস্থ হয়ে পড়েন আর জি কর মেডিক্যালের অনিকেত মাহাতো, উত্তরবঙ্গ মেডিক্যালের অলোক বর্মা, কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অনুষ্টুপ মুখোপাধ্যায়, এনআরএস মেডিক্যালের পুলস্ত্য আচার্যও অসুস্থ হয়ে পড়েছেন। প্রত্যেকেই ভর্তি রয়েছেন হাসপাতালে।
সোমবার উত্তরবঙ্গে অনশনে যোগ দেন আরও এক জুনিয়র চিকিৎসক। সন্দীপ মণ্ডল নামে উত্তরবঙ্গ মেডিক্য়ালের ইএনটি বিভাগের পিজিটি দ্বিতীয় বর্ষের ছাত্র তিনি। বর্তমানে অনশন করছেন কলকাতা মেডিক্যালের তনয়া পাঁজা ও স্নিগ্ধা হাজরা, এসএসকেএমের অর্ণব মুখোপাধ্যায়, কেপিসি মেডিক্যালের সায়ন্তনী ঘোষ হাজরা, বিবেকানন্দ ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সের পরিচয় পাণ্ডা, ক্যালকাটা ন্যাশনাল মেডিক্যালে আলোলিকা ঘড়ুই। কলকাতা ও উত্তরবঙ্গ মিলিয়ে বর্তমানে মোট ৮ জন আমরণ অনশন করছেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.