সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সরকারি সুবিধা, প্রকল্প জনসাধারণের জন্য। কিন্তু রাজ্যে সাম্প্রতিক ঘটে যাওয়া পর পর বেশ কয়েকটি ঘটনায় সাধারণ রাজ্যবাসীর একাংশ প্রশাসনের ভূমিকায় ক্ষুব্ধ। তাঁরা নিজেদের মতো প্রতিবাদ করছেন। কেউ পথে নেমে, কেউ আবার সোশাল মিডিয়ায়। বিরোধী দলগুলিও প্রতিবাদ করতে গিয়ে সরকারি প্রকল্পগুলিকে রীতিমতো কটাক্ষ করছেন। রাজ্যের নারী নিরাপত্তার প্রশ্নে তাঁদের অভিযোগ, ‘লক্ষ্ণীর ভাণ্ডারে’র মতো কয়েকটি প্রকল্পের মাধ্যমে বাড়ির মহিলাদের আর্থিক সহায়তা করলেও আসলে তাঁদের সুরক্ষা নিয়ে উদাসীন সরকার। তাঁদের এহেন আক্রমণের মুখে এবার সোশাল মিডিয়ায় নয়া বার্তা দিলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। তাঁর সাফ কথা, ”যাঁরা লক্ষ্মীর ভাণ্ডার এবং রাজ্য সরকারের অন্যান্য প্রকল্পগুলিতে থাকতে চান না, তাঁদের ফেরত দেওয়ার ফর্ম দিক রাজ্য সরকার। ফেসবুকে বিকৃত বিপ্লবী না সেজে, সেই ফেরত ফর্ম ফিল আপ করুন।”
যাঁরা লক্ষ্মীর ভান্ডার এবং রাজ্য সরকারের অন্যান্য স্কিমগুলিতে থাকতে চান না, তাঁদের জন্য ফেরত দেওয়ার একটি ফর্ম দিক রাজ্য সরকার। দুয়ারে সরকার শিবিরে ফেরত কাউন্টার থাকুক। ফেসবুকে বিকৃত বিপ্লবী না সেজে, ফেরত ফর্ম ফিল আপ করুন।
আমরাও RGKor দোষী/দের ফাঁসি চাই। কুরাজনীতি নয়।— Kunal Ghosh (@KunalGhoshAgain) August 23, 2024
উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মস্তিষ্কপ্রসূত ‘লক্ষ্ণীর ভাণ্ডার’ সামাজিক প্রকল্পটি ব্যাপক জনপ্রিয়। এই প্রকল্পে বাড়ির মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে প্রতি মাসে পরিবারের মহিলাদের ১০০০ টাকা করে দেওয়া হয়। এই অর্থে তাঁরা অনেকটা নিজের খরচ নিজেরা করতে পারেন। কারও মুখাপেক্ষী হয়ে থাকতে হয় না। কিন্তু সম্প্রতি আর জি কর হাসপাতালে (RG Kar Hospital) তরুণী চিকিৎসকের ধর্ষণ-হত্যাকাণ্ডের পর নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। দ্রুত বিচারের দাবিতে প্রতিবাদে (RG Kar Protest) শামিল সর্বস্তরের মানুষজন। এই পরিস্থিতিতে বিরোধীরা প্রশ্নও তুলেছেন, যে রাজ্যে হাসপাতালের ভিতরে একজন চিকিৎসকেরই নিরাপত্তা নেই, সেখানে ‘লক্ষ্ণীর ভাণ্ডারে’র (Lakshmir Bhandar) মতো প্রকল্পের সাহায্যে নারীর ক্ষমতায়নের গুরুত্ব কোথায়?
এবার তাঁদেরই কার্যত বিঁধলেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। এনিয়ে অযথা রাজনীতি হচ্ছে বলে অভিযোগ তুলেছেন তিনি। X হ্যান্ডলে পোস্ট করে তৃণমূল (TMC)মুখপাত্রের সাফ বার্তা, ”যাঁরা লক্ষ্মীর ভাণ্ডার এবং রাজ্য সরকারের অন্যান্য স্কিমগুলিতে থাকতে চান না, তাঁদের জন্য ফেরত দেওয়ার একটি ফর্ম দিক রাজ্য সরকার। দুয়ারে সরকার শিবিরে ফেরত দেওয়ার কাউন্টার থাকুক। ফেসবুকে বিকৃত বিপ্লবী না সেজে, ফেরত ফর্ম ফিল আপ করুন।” এর পর তাঁর সংযোজন, ”আমরাও RG Kar-এ দোষী/দোষীদের ফাঁসি চাই। কুরাজনীতি নয়।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.