Advertisement
Advertisement
RG Kar Protest

তুমুল বৃষ্টিতেও জারি আর জি করের প্রতিবাদ, ABVP-র স্বাস্থ্যভবন অভিযানে ধুন্ধুমার

আন্দোলনকারীদের রীতিমতো লাঠিপেটা করা হয় বলে অভিযোগ।

RG Kar Protest: ABVP protesting against R G Kar incident in Salt Lake
Published by: Paramita Paul
  • Posted:August 20, 2024 2:41 pm
  • Updated:August 20, 2024 4:32 pm  

বিধান নস্কর, বিধাননগর: আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের পর ১২ দিন কেটে গেলেও আন্দোলনের (RG Kar Protest) ঝাঁজ একফোঁটাও কমেনি। মঙ্গলবার দুপুরে তুমুল বৃষ্টির মধ্যেও জারি রইল আন্দোলন। এদিন প্রতিবাদে রাস্তায় নামে বিজেপির ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। স্বাস্থ্য ভবন অভিযান করেন তাঁরা। মাঝ পথে সেই মিছিল আটকে দেয় পুলিশ। দুপক্ষের মধ্যে ব্যাপক ধস্তাধস্তি শুরু হয়। আন্দোলনকারীদের রীতিমতো লাঠিপেটা করা হয় বলে অভিযোগ। পালটা পুলিশকে ধাক্কা মেরে সরিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে তারা। & a 

এদিন দুপুরে বৃষ্টি মাথায় নিয়েই সল্টলেক সিটি সেন্টারের কাছে জমায়েত করে এবিভিপির সদস্যরা। সেখান থেকে মিছিল করে স্বাস্থ্যভবনের উদ্দেশে রওনা দেন। কিন্তু ইন্দিরা ভবনের কাছে মিছিল আটকে দেয় বিধাননগর পুলিশ। গার্ড রেল দিয়ে আটকে দেওয়া হয়। তাতে অবশ্য আন্দোলনকারীরা দমে যায়নি।

Advertisement

[আরও পড়ুন: ইস্টবেঙ্গল ফ্যানকে কাঁধে তোলা মোহনবাগানির মাকে প্রণামের অঙ্গীকার দেবদূতের, চোখে জল শিলাদিত্যর]

পালটা টেনে হিঁচড়ে আন্দোলনকারীদের সরিয়ে দেয় পুলিশ। মিছিল ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিও চালায় বলেও অভিযোগ। কয়েকজন জখম হয়েছেন বলে খবর। তবে ইন্দিরা ভবন থেকে মিছিল আর এগোতে পারেনি। এদিনের মিছিল ঘিরে ফের একবার উত্তপ্ত হয় সল্টলেক এলাকা।

[আরও পড়ুন: RG Kar কাণ্ড: আগেও পড়ুয়াদের শ্লীলতাহানি! কাদের মদতে রেহাই সঞ্জয়ের? খোঁজে CBI]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement