Advertisement
Advertisement
RG Kar

এবার মণ্ডপে ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান, আটক ৯, লালবাজারের সামনে প্রবল বিক্ষোভ

ম্যাডোক্স স্কোয়্যারের পর এবার দক্ষিণ কলকাতার ত্রিধারা সম্মিলনীর পুজোমণ্ডপে বিচারের দাবিতে উঠল 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগান।

RG Kar proteest at Puja pandal

ফাইল ছবি

Published by: Monishankar Choudhury
  • Posted:October 9, 2024 10:00 pm
  • Updated:October 9, 2024 10:04 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উৎসবের তিলোত্তমায় তীব্রতর বিক্ষোভ। ম্যাডোক্স স্কোয়্যারের পর এবার দক্ষিণ কলকাতার ত্রিধারা সম্মিলনীর পুজোমণ্ডপে বিচারের দাবিতে উঠল ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান।

শেষ পাওয়া খবর মোতাবেক, ন’জন আন্দোলনকারীকে আটক করেছে কলকাতা পুলিশ। তাঁদের লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার প্রতিবাদে অনশন স্থল থেকে লালবাজার অভিমুখে মিছিল শুরু করেন জুনিয়র ডাক্তারদের একাংশ। মিছিল আটকাতে আগেভাগেই বেন্টিং স্ট্রিটে ব্যারিকেড করে দেয় পুলিশ। লালবাজারের সামনের রাস্তাও ব্যারিকেড দিয়ে ঘেরা হয়েছে। সেখানেই চলছে বিক্ষোভ।

Advertisement

উল্লেখ্য, আজ ‘অভয়া পরিক্রমা’-র কর্মসূচি ছিল জুনিয়র ডাক্তারদের। এদিন ম্যাটাডোরে আরজি কর এবং জয়নগরের নির্যাতিতার ‘প্রতীকী মূর্তি’ নিয়ে শহরের মণ্ডপগুলিতে ঘুরছেন তাঁরা। সেই প্রতিবাদী কর্মসূচির অংশ হিসেবেই ত্রিধারা মণ্ডপে গিয়েছিলেন আন্দোলনকারী চিকিৎসকরা। অভিযোগ, সেখানে গিয়ে ‘বিচার চাই’ স্লোগান তোলেন তাঁরা।

এদিকে, আজ বুধবার মহাষষ্ঠীর দিন অভয়া কাণ্ডে বিচার-সহ ১০ দফা দাবিতে পুজোর মরশুমেও ধর্মতলায় আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। কর্মসূচির চারদিনের মাথায় বৈঠকের ডাক দিয়েছে রাজ্যে। স্বাস্থ্যভবনে টাস্ক ফোর্সের সঙ্গে বৈঠকে বসার আরজি জানিয়ে ইমেল করেন মুখ্যসচিব মনোজ পন্থ। ইতিমধ্যে স্বাস্থ্যভবন পৌঁছেছেন জুনিয়র ডাক্তাররা। ভেতরে রয়েছেন মুখ্যসচিব মনোজ পন্থ, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী এবং টাস্কফোর্সের প্রতিনিধিরা। শুরু হয়েছে বৈঠক।  

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement