সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ‘ক্রাইম সিন’ নিয়ে একাধিক প্রশ্নের ভিড়। সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া একাধিক ছবি, ভিডিওয় দেখা গিয়েছে সেমিনার হলে বহু মানুষের জমায়েত। যদিও পুলিশ সেই দাবি বার বার নস্যাৎ করেছে। শুক্রবার আরও দুটি ছবি দেখিয়ে ঘিরে রাখা সেমিনার হলে কারা রয়েছেন, তার ব্যাখ্যা দিলেন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়।
ডিসি সেন্ট্রালের দাবি, আর জি করে তরুণী চিকিৎসক মৃত্যুর খবর পুলিশের কাছে পৌঁছয় ১০টা ১০ মিনিট নাগাদ। সাড়ে দশটার মধ্যে সেমিনার হলের ঘটনাস্থল কর্ডন করে দেওয়া হয়। আর জি করে থাকা মেডিক্যাল আউটপোস্টে থাকা পুলিশকর্মীরাই প্রথমে ঘটনাস্থলে পৌঁছয়। কর্ডন করা এলাকায় যাঁরা ছিলেন তাঁরা সকলেই তদন্তের সঙ্গে যুক্ত। প্রথম ছবি দেখিয়ে তিনি জানান, কর্ডন করা এলাকায় ছিলেন ওসি হোমিসাইড, ভিডিওগ্রাফার, পুলিশ কমিশনার, অ্যাডিশনাল সিপি, ওসি উইমেন গ্রিভান্স, টালা থানার মহিলা আধিকারিক ছিলেন।
অপর একটি ছবি দেখিয়ে তিনি আরও জানান, চিকিৎসক, ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, গোয়েন্দা দপ্তর, ফরেনসিক বিভাগের আধিকারিকরা ঘটনাস্থলে ছিলেন। দুটি ছবিতেই উপস্থিত ব্যক্তিদের চিহ্নিত করে পরিচয় দেওয়া হয়েছে। তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়ে ডিসি সেন্ট্রালের ব্যাখ্যা, সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ছবিটি ইনকোয়েস্টের পরের।
এর আগে সেমিনার হলের একটি ভিডিও ভাইরাল হয়। ওই ভিডিওটিতে গিজগিজে ভিড় দেখতে পাওয়া যায়। কীভাবে ‘ক্রাইম সিনে’ এত লোকজনকে ভিড় করতে দেওয়া হল, ভিডিও প্রকাশ্যে আসার পর এই প্রশ্ন উঠতে শুরু করে। সেই সময় যদিও ডিসি সেন্ট্রাল দাবি করেন, দৈর্ঘ্যে ৫১ ফুট এবং প্রস্থে ৩২ ফুটের সেমিনার হলের ৪০ ফুট কর্ডন করে দিয়েছিল পুলিশ। বাকি ১১ ফুট জায়গায় বাকি লোকজনকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.