Advertisement
Advertisement

Breaking News

RG Kar

‘প্রতিশ্রুতির বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে’, ঘোষণা জুনিয়র ডাক্তারদের

রাজ্য সরকারের পঞ্চম চিঠিতে সাড়া আন্দোলনকারীদের। ২ ঘণ্টার বেশি আলোচনা হয়েছে। তাঁদের ৩ দাবি মেনে রাজ্য। তবু আপাতত কর্মবিরতি উঠছে না। 

RG Kar: No decision to withdraw cease of work till CM Promises implemented
Published by: Paramita Paul
  • Posted:September 16, 2024 4:16 pm
  • Updated:September 17, 2024 1:36 am  

আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের প্রতিবাদে চলছে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি। রাজ্য সরকারের পঞ্চম চিঠিতে সাড়া আন্দোলনকারীদের। ২ ঘণ্টার বেশি আলোচনা হয়েছে। তাঁদের ৩ দাবি মেনে রাজ্য। তবু আপাতত কর্মবিরতি উঠছে না।  আজ দিনভর কী হল, রইল আপডেট।

রাত ১.৩২: মেডিক্যাল সার্ভিস সেন্টারের রাজ্য সম্পাদক ডাঃ বিপ্লব চন্দ্র জুনিয়র ডাক্তারদের সাথে মুখ্যমন্ত্রীর বৈঠকের পরে এক বিবৃতিতে বলেন,” দীর্ঘ ৩৮ দিনের জুনিয়র ডাক্তারদের (WBJDF এর নেতৃত্বে) এক ঐতিহাসিক আন্দোলন বিজয়ের মুখ দেখল। তাদের ৫ দফা দাবির মধ্যে বেশ কয়েকটি দাবি আজ মাননীয়া মুখ্যমন্ত্রী মানতে বাধ্য হয়েছেন। আমরা দেখলাম আন্দোলনই পারে, জয় ছিনিয়ে আনতে। এখনো পর্যন্ত যে সমস্ত দাবি পূরিত হয়নি , অভয়ার প্রকৃত খুনিরা ধরা পড়েনি তার জন্য আন্দোলনকে চালিয়ে যেতে হবে। এই ঐতিহাসিক আন্দোলনে যে জয় সূচিত হয়েছে তার জন্য জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার, মেডিকেল স্টুডেন্টস, নার্স, প্যারামেডিকস, সাংবাদিক বন্ধু সহ সমস্ত স্তরের সকল জনসাধারণ কে জানাই আন্তরিক অভিনন্দন।”

Advertisement

রাত ১.০০: তবে গুটিকয়েক আন্দোলনকারীর দাবি, স্বাস্থ্যভবনে দুর্নীতি চক্র ভেঙে না যাওয়া পর্যন্ত আন্দোলন চলবে। রাস্তা থেকে সরবেন না চিকিৎসকরা। 

রাত ১২.৫৫: আন্দোলনকারী অনিকেত মাহাতো বললেন, “বার বার আমরা বলেছি আলোচনায় বসতে চাই। আমাদের যে সদিচ্ছার অভাব ছিল না সেটা দেখিয়েছি। ৮ দিনের তদন্তের গতিপ্রকৃতি দেখে সিএম এটা বলতে বাধ্য হন যে সিপি কে সরিয়ে দিতে হবে। আমরা মনে করি এটা সকলের জয়, ডাক্তার, সিস্টার, সাধারণ মানুষের। তাঁদের সমর্থন না থাকলে এটা আমরা করতে পারতাম না।  এই সন্দীপ ঘোষের এত বাড়বাড়ন্ত কার জন্য সেটা আমরা বলেছি।”

রাত ১২.৪৫: স্বাস্থ্যভবনের সামনে আন্দোলন মঞ্চে দাঁড়িয়ে জুনিয়র ডাক্তাররা জানালেন.

“প্রথম যে কথাটা বলে নেওয়া দরকার মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন সিপিকে অপসারণের। যে দাবি আমরা প্রথম দিন থেকে করছি। তাঁকে তিনি সরিয়ে দেবেন। আজ সেটা হয়েছে। এটা আন্দোলনের বড় জয়।”

“স্বাস্থ্যশিক্ষা ও স্বাস্থ্য অধিকর্তাকে সরিয়ে দেওয়াও একটা বড় জয়।”

“ডিসি নর্থ অভয়ার বাবা-মা কী টাকা দিতে চেয়েছিলেন। তাঁকেও সরিয়ে দেওয়া হয়েছে।”

“আমাদের আন্দোলনের চাপে একপ্রকার নতি শিকার করল রাজ্য প্রশাসন।”

“এই যে দুর্নীতি, তা নিয়ে আলোচনা হয়েছে। তথ্য প্রমাণ লোপাট যে দুষ্ট চক্র তার ব্যাপারে আলোচনা হয়েছে। তার উপর আলোচনা আবার হবে বলে জানানো হয়েছে। এর বাস্তবায়ন যতক্ষণ না পাব ততক্ষণ এই কর্মবিরতি নিয়ে কোনও সিদ্ধান্ত নেব না।”

“কাল শুনানি হবে। তার পর আমরা সিদ্ধান্ত নেব। তার আগে নয়।”

রাত ১২.৪১: “প্রতিশ্রুতি মৌখিক। বাস্তবায়ন যতক্ষণ না হবে ততক্ষণ এই কর্মবিরতি নিয়ে কোনও সিদ্ধান্ত নেব না।কাল সুপ্রিম কোর্টে শুনানি হবে। তার পর আমরা সিদ্ধান্ত নেব। তার আগে নয়।” জানিয়ে দিলেন আন্দোলনকারীরা। 

রাত ১২.১৫: জয়োল্লাস ধরনা মঞ্চে। উঠছে স্লোগান-‘সিন্ডিকেটের সাফাই হল, আন্দোলনের জয় হল।’ ‘আন্দোলনের জিতল কে? তুমি-আমি আবার কে! আমজনতা আবার কে।’

রাত ১১.৫৬: স্বাস্থ্য অধিকর্তা ও স্বাস্থ্যশিক্ষা অধিকর্তাকে সরাচ্ছে রাজ্য। সরছে কলকাতার পুলিশ কমিশনারও। সরছেন নর্থ ডিসিও

রাত ১১.৫৫: বৈঠকে দুপক্ষই খুশি। জানালেন মুখ্যমন্ত্রী। 

রাত ১১.৫৪: বৈঠকের মিনিটসে স্বাক্ষর করেছেন আন্দোলনকারীদের তরফে ৪২ জন ও রাজ্যের তরফে মুখ্যসচিব মনোজ পন্থ। 

রাত ১১.৪৮: জুনিয়র ডাক্তাররা জানালেন, “কিছু মিল, কিছু অমিল। কিছু সদর্থক আলোচনা। কিছু জিনিস মানা হয়েছে। অনেক কিছু নিয়েই আলোচনা হয়নি। আমরা ধরনা মঞ্চে বলব।” কর্মবিরতি চলবে বলে জানিয়ে দিলেন তাঁরা।


রাত ১১.৪৪: মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে বেরচ্ছেন জুনিয়র ডাক্তাররা। 

রাত ১১.০০: এখনও চলছে বৈঠকের মিনিটস লেখার কাজ। নিজের অফিসেই অপেক্ষা করছেন মুখ্যমন্ত্রী। 

রাত ১০.৩০: বৈঠকের পর প্রায় পৌনে দুঘণ্টা পার। মুখ্যমন্ত্রীর বাড়িতেই জুনিয়র ডাক্তাররা

রাত ১০.০০: জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিক সম্মেলন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুক্ষণের মধ্যেই সংবাদমাধ্যমের মুখোমুখি হবেন তিনি। 

রাত ৯.৩৫: সূত্রের খবর, হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন নিয়ে আন্দোলনকারী চিকিৎসকেরা যে দাবি তুলেছেন, তা মেনে নিয়েছে রাজ্য।

রাত ৯.১০: বৈঠকের মিনিটসে স্বাক্ষর করার প্রক্রিয়া চলছে।

রাত  ৯.০০: মুখ্যমন্ত্রীর বাড়ির গলির মুখে মমতার সমর্থনে প্ল্যাকার্ড হাতে নিয়ে হাজির এক কলেজ ছাত্রী। হাজরা কলেজের আইনের ছাত্রী ঋতিকা সরকারের দাবি, তিনিও বিচার চান। তবে সোশাল মিডিয়া-সহ একাধিক জায়গায় যেভাবে মুখ্যমন্ত্রীকে অপমান করা হচ্ছে, তার বিপক্ষে তিনি। ওই ছাত্রীর আরও দাবি, তিনি তৃণমূল করেন। কিন্তু এখানে সাধারণ মানুষ হিসেবেই এসেছেন।  

রাত ৮.৪৭: বৈঠক শেষ। প্রায় ২ ঘণ্টা ধরে চলে আলোচনা। গলির মুখ থেকে বাস সরিয়ে মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে নিয়ে যাওয়া হল।  

রাত ৮.১০: পৌনে ২ ঘণ্টা ধরে চলছে বৈঠক। কলকাতার নগরপাল বিনীত গোয়েল, স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম এবং স্বাস্থ্যশিক্ষা অধিকর্তার ইস্তফার দাবিতে অনড় ডাক্তররা। 

সন্ধে ৭.৫০: মুখ্যমন্ত্রীকে স্মারকলিপি জুনিয়র ডাক্তারদের। 

সন্ধে ৭.৩৫: বৈঠকে রয়েছেন মুখ্যসচিব মনোজ পন্থ, স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী, স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। 

সন্ধে ৭.১৭: কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে শুরু বৈঠক। 

সন্ধে ৬.৩৫: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে ঢুকলেন জুনিয়র ডাক্তাররা। ঢুকতে দেওয়া হল ২ স্টেনোগ্রাফারকেও।

 

সন্ধে ৬.১৬: কালীঘাটে পৌঁছল আন্দোলনকারীদের বাস। মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে পৌঁছে দিল জুনিয়র ডাক্তারদের।

বিকেল ৫.৪৮: স্বাস্থ্যভবন থেকে ছাড়ল আন্দোলনকারীদের বাস। সামনে-পিছনে পাইলট কার। 

বিকেল ৫.২৭: সল্টলেক থেকে বাসে উঠছেন আন্দোলনকারীরা। সাফ বার্তা, কোনও আপোস করব না। 

RG Kar LIVE UPDATE: Jr. Doctors starts for Kalighat
কালীঘাটের উদ্দেশে রওনা জুনিয়র ডাক্তারদের। নিজস্ব চিত্র।

বিকেল ৫.১৬: স্বাস্থ্যভবনে শুরু জুনিয়র ডাক্তারদের সাংবাদিক সম্মেলন। জানানো হল, স্টেনোগ্রাফারদের নিয়ে যাওয়া হচ্ছে। ওখানে কোনও সিদ্ধান্ত নেওয়া হবে না। ফিরে এসে প্যান জিবি বৈঠক করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। 

বিকেল ৫.০৭: পাঁচ দফা দাবি নিয়ে আলোচনার সদার্থক না হলে ফিরে এসে জিবি বৈঠক হবে। পরবর্তী পদক্ষেপ নিয়ে সিদ্ধান্ত হবে সেখানেই। জানালেন আন্দোলনকারী কিঞ্জল নন্দ। 

বিকেল ৫.০৩: বৈঠকের কার্যবিবরণী রেকর্ড করবেন জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধিও। শর্ত দিয়েছিলেন আন্দোলনকারীরা। মুখ্যসচিবের ইমেলে প্রতিনিধি রাখার বিষয়টি নিয়ে বিস্তারিত কিছু বলা হয়নি। তা নিয়ে ব্যাখ্যা চেয়ে পালটা ইমেল করলেন আন্দোলনকারীরা। 

বিকেল ৪.৩৭: জুনিয়র ডাক্তারদের শর্তে রাজি রাজ্য। দুপক্ষ স্বাক্ষরিত বৈঠকের কার্যবিবরণী দিতে রাজি সরকার। তবে বৈঠকে ডাক্তারদের অনুলেখকে উপস্থিত থাকতে দেওয়া হবে কি না তা ইমেলে স্পষ্ট  করা নেই। যা নিয়ে জটিলতা তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে।

শর্ত মেনে মুখ্যসচিবের পালটা ইমেল।

বিকেল ৪.১৪: কালীঘাটে মুখ্যমন্ত্রী বাসভবনে পৌঁছলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। ঢুকলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে আঁটসাঁট নিরাপত্তা। নিজস্ব চিত্র।

বিকেল ৩.৫৩: কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে বৈঠকে যোগ দিতে রাজি জুনিয়র ডাক্তাররা। রাখলেন তিন শর্ত। তাঁদের দাবি,

১. পুরো বৈঠকের ভিডিওগ্রাফি করতে হবে। থাকবে দুই পক্ষের ভিডিওগ্রাফার। 

এই শর্ত মানা সম্ভব না হলে

২. শুধুমাত্র রাজ্য ভিডিও করলে বৈঠক শেষ হওয়া মাত্র তা জুনিয়র চিকিৎসকদের হাতে তুলে দিতে হবে।

এই শর্তও মানা সম্ভব না হলে

৩. মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী বৈঠকের কার্যবিবরণী দিতে হবে। তাতে দুপক্ষেরই সই থাকতে হবে। জুনিয়র ডাক্তাররা ট্রান্সকিপ্টর বা অনুলেখক নিয়ে যাচ্ছেন। 

প্রশাসনিক জায়গায় বৈঠক হলে ভালো হত মত আন্দোলনকারীদের। মুখ্যসচিবকে পালটা ইমেল।

দুপুর ১২.০০: বৈঠকে যাওয়া হবে কি না, সিদ্ধান্ত নিতে জিবি বৈঠক শুরু করলেন জুনিয়র চিকিৎসকরা। 

বেলা ১১.৪৮: বিকেল পাঁচটায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে ফের বৈঠকে ডাকল রাজ্য সরকার। জুনিয়র চিকিৎসকদের ইমেল মুখ্যসচিব। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub
মহাকুম্ভে ‘বাবা’দের বাড়বাড়ন্ত, ভণ্ড সাধু কি ভারত জুড়ে বাড়ছে?