Advertisement
Advertisement
RG Kar Case

‘এখনই হস্তক্ষেপ নয়’, অভয়ার বাবা-মার নতুন মামলার আর্জিতে জানাল হাই কোর্ট

এদিন বিচারপতি জানালেন, মামলার শুনানিতে অসুবিধা নেই। তবে কিছু বিষয় আগে জানতে হবে। নির্যাতিতার পরিবারকে হাই কোর্টের ডিভিশন বেঞ্চ অথবা সুপ্রিম কোর্টের ব্যাখ্যা নিয়ে আসার কথা বলা হয়েছে।

RG Kar Case: High Court asks some information from died doctor's parents
Published by: Tiyasha Sarkar
  • Posted:December 24, 2024 12:45 pm
  • Updated:December 24, 2024 2:53 pm  

গোবিন্দ রায়: এখনই হস্তক্ষেপ নয়, আগে জানতে হবে সুপ্রিম কোর্টের নজরদারিতে তদন্ত চলছে কি না। অভয়ার বাবা-মায়ের নতুন মামলার আর্জিতে একথাই জানালেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এদিন বিচারপতি জানালেন, মামলার শুনানিতে অসুবিধা নেই। তবে কিছু বিষয় আগে জানতে হবে। নির্যাতিতার পরিবারকে হাই কোর্টের ডিভিশন বেঞ্চ অথবা সুপ্রিম কোর্টের ব্যাখ্যা নিয়ে আসার কথা বলা হয়েছে।

দিন কয়েক আগেই সিবিআই তদন্তে অনাস্থা প্রকাশ করে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভয়ার বাবা-মা। মঙ্গলবার সেই মামলার শুনানি ছিল বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে। নির্যাতিতার পরিবারের আইনজীবী এদিন বলেন, “আমরা সবসময় চেয়েছি নিরপেক্ষ তদন্ত হোক। সুপ্রিম কোর্ট সিবিআইকে তদন্তের ভার দেয়। কিন্তু শীর্ষ আদালতের আগের দিনের শুনানিতে সিবিআই তদন্ত নিয়ে কোনও ইঙ্গিত নেই।” পালটা সিবিআইয়ের আইনজীবী জানান, তিনটে স্টেটাস রিপোর্ট জমা পড়েছে। এর আগে হাই কোর্টে পাঁচ থেকে ছ’টি স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়া হয়েছে। বিচারপতি জানতে চান সুপ্রিম কোর্টের নজরদারিতে তদন্ত চলছে কি না। জবাবে চলছে না বলেই জানিয়েছেন নির্যাতিতার পরিবারের আইনজীবী। এরপরই তাঁদের কাছে এর ব্যাখ্যা চান বিচারপতি ঘোষ। মামলার পরবর্তী শুনানি ১৫ জানুয়ারি।

Advertisement

উল্লেখ্য, আগস্ট থেকে চর্চায় আর জি কর। তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের অভিযোগের প্রতিবাদে ফুঁসে উঠেছিল গোটা বাংলা। তবে তিনমাসের মাথায় এই ঘটনায় জামিন পেয়েছেন আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল। কারণ হিসেবে জানা গিয়েছে, চার্জশিট পেশ করতে পারেনি সিবিআই। এর পরই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement