Advertisement
Advertisement
RG Kar Incident

সাংবাদিক বৈঠকে বার বার নির্যাতিতার নাম উল্লেখ কেন? সন্দীপ ঘোষকে তলব লালবাজারের

বুধবার আর জি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষকে তলব করেছে কলকাতা পুলিশ।

RG Kar Incident: Kolkata Police summons Dr. Sandip Ghosh, Ex principal of RG Kar Hospital on August 21
Published by: Sucheta Sengupta
  • Posted:August 20, 2024 4:15 pm
  • Updated:September 3, 2024 7:53 pm

নিরুফা খাতুন: সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা সত্ত্বেও কেন বার বার নির্যাতিতার নামপ্রকাশ? এই ইস্যুতে এবার আর জি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ ডাঃ সন্দীপ ঘোষকে (Sandip Ghosh) তলব করল কলকাতা পুলিশ। বুধবার তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে বলে  খবর। এই মুহূর্তে আর জি কর হাসপাতালে (RG Kar Incident) তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের মামলার তদন্তভার সিবিআইয়ের হাতে। রোজই সন্দীপ ঘোষকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারই মাঝে তাঁকে  তলব করল লালবাজার। 

আর জি কর হাসপাতালে (RG Kar Hospital) কর্তব্যরত অবস্থায় তরুণী চিকিৎসকের মৃত্যুতে লাগাতার আন্দোলনের জেরে চাপ বাড়ছিল তৎকালীন অধ্যক্ষের উপর। তাই ঘটনার তিনদিনের মাথায়, ১২ আগস্ট ‘নৈতিক দায়িত্ব’ নিয়ে স্বেচ্ছায় পদত্যাগ করেন ডাঃ সন্দীপ ঘোষ। সাংবাদিক বৈঠক করে তিনি বলেন, “আর অপমানিত হতে পারছি না। লাঞ্ছনা সহ্য করতে পারছি না।” এই সাংবাদিক বৈঠকেই তিনি একাধিকবার নির্যাতিতা চিকিৎসকের নাম উল্লেখ করেন। আর সেই কারণেই সম্ভবত তাঁকে লালবাজার তলব করেছে বলে মনে করা হচ্ছে। 

Advertisement

[আরও পড়ুন: RG Kar কাণ্ডের জের, চিকিৎসকদের নিরাপত্তায় হাসপাতালগুলিকে একগুচ্ছ নির্দেশিকা স্বাস্থ্য মন্ত্রকের]

কলকাতা হাই কোর্টের নির্দেশে এই মামলার তদন্তভার এখন সিবিআইয়ের (CBI) হাতে। টানা কয়েকদিন ধরে সন্দীপ ঘোষকে ডেকে জিজ্ঞাসাবাদ করছেন কেন্দ্রীয় তদন্তকারী। সকালে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়া এবং গভীর রাতের আগে সেখান থেকে বেরনো – এটাই তাঁর প্রায় রোজকার রুটিন হয়ে উঠেছে। মাঝেমধ্য়ে সাংবাদিকদের মুখোমুখি হলে মেজাজও হারাচ্ছেন। এই অবস্থায় আবার লালবাজার তাঁকে তলব করল। বুধবার কি তিনি হাজিরা দেবেন? তা বোঝা যাবে রাত পেরলেই।

[আরও পড়ুন: মাঝরাতে বেপরোয়া গতিতে গাড়ি, বাইক আরোহীকে ধাক্কা, গ্রেপ্তার অভিনেতা সম্রাট মুখোপাধ্যায়]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement