সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের যৌন হেনস্তা-হত্যাকাণ্ডের ঘটনার কিনারা করতে পুলিশকে সময় বেঁধে দিয়েছিলেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার অর্থাৎ ১৮ আগস্টের মধ্যে পুলিশ তদন্ত শেষ করে পদক্ষেপ না নিতে পারলে মামলাটি সিবিআই-এর হাতে তুলে দেবেন বলে জানিয়েছিলেন। কিন্তু তার আগেই কলকাতা হাই কোর্ট এই মামলা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তদন্তভার তুলে দিয়েছে। আর তা নিয়ে রীতিমতো অসন্তোষ প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এনিয়ে রাজনীতির অভিযোগ তুললেন তিনি। পাশাপাশি সিবিআই-কেও (CBI) তিনি ডেডলাইন বেঁধে দিলেন।
শুক্রবার আর জি কর কাণ্ডের (RG Kar Hospital) প্রতিবাদে ডোরিনা ক্রসিংয়ের জনসভা থেকে তাঁর স্পষ্ট ঘোষণা, ”সিবিআই যদি রবিবারের মধ্যে দোষীকে ধরতে না পারে, তাহলে বৃহত্তর আন্দোলন হবে। দিল্লিতে গিয়ে আমরা ধরনা করব। সোমবার, রাখিবন্ধনের দিন আমাদের কর্মসূচি হবে সব ভাইবোনদের রক্ষার জন্য।” এদিন বক্তব্যের শেষে মমতা নিজেই স্লোগান তোলেন, ”দোষীদের ফাঁসি চাই। রবিবারের মধ্যে ফাঁসি চাই।” জনতার কাছে তাঁর আবেদন, ”রাম-বামের চক্রান্ত ব্যর্থ করুন। কুৎসাকারীদের জবাব দিন। বাংলা মাকে অসম্মানের জবাব দাও বিজেপি।”
মুখ্যমন্ত্রীর ঘোষণার পর কলকাতা পুলিশকে সময় না দিয়ে সিবিআই-কে তদন্তভার তুলে দেওয়া আদালতের নির্দেশ হলেও এর মধ্য়ে রাজনীতির গন্ধ পাচ্ছেন তিনি। শুক্রবার সরাসরি তা বললেনও। তাঁর কথায়, ‘‘আমি বলেছিলাম বাবা-মাকে, আমরা দোষীদের শাস্তি দেব। রবিবার পর্যন্ত সময় দিন। নয়তো সিবিআইকে মামলার তদন্তভার দিয়ে দেব। সিপিএম (CPM), বিজেপি (BJP) – আপনারা অপেক্ষা করতে পারতেন! পরিবারকে দোষ দিই না। আপনারা সময় দিলেন না। হাসপাতালের নমুনা সংগ্রহ করতে সময় লেগেছে। এগুলো বাইরে বলা যায় না। দোষীরা নিজের মতো ব্যবস্থা নিতে পারে। আমি এটা নিয়ে রাজনীতি করতে চাই না। আপনারাই রাজনীতি করলেন। আপনাদের তর সইছিল না।’’
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.