Advertisement
Advertisement
RG Kar Hospital

‘দেশজুড়ে বাড়ছে ধর্ষণের ঘটনা’, দ্রুত বিচার ও শাস্তির দাবিতে মোদিকে চিঠি মমতার

বৃহস্পতিবার বিকেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে চিঠির বিষয়টি জানালেন মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়। চিঠির বয়ানও শোনালেন তিনি।

RG Kar Hospital: CM Mamata Banerjee writes to PM Narendra Modi on rising cases of physical harassment
Published by: Sucheta Sengupta
  • Posted:August 22, 2024 5:51 pm
  • Updated:August 22, 2024 6:52 pm  

নব্যেন্দু হাজরা: আর জি কর হাসপাতালে (RG Kar Hospital) তরুণী চিকিৎসকের ধর্ষণ-হত্যাকাণ্ডের আবহে গোটা দেশজুড়েই এ ধরনের ঘটনার ভয়াবহতা উসকে উঠেছে। গোটা দেশেই এ ধরনের ঘটনা ক্রমবর্ধমান। সামাজিক ব্যাধি হিসেবে তা জনজীবনকে কুরে কুরে খাচ্ছে। তাই এসব মামলায় ১৫ দিনের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করে দোষীদের দৃষ্টান্তমূলক সাজার ব্যবস্থা করা হোক। এই আবেদন জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Narendra Modi) চিঠি পাঠালেন বাংলার মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার বিকেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই চিঠির বিষয়টি জানালেন মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়। চিঠির বয়ানও শোনালেন তিনি। পরে নবান্নের তরফে চিঠির কপিও দাবি দেওয়া হয়েছে। 

Advertisement

 

চিঠির (Letter) শুরুতেই মুখ্য়মন্ত্রী দেশে ক্রমবর্ধমান নারী নির্যাতনের কথা উল্লেখ করেছেন। সেইসঙ্গে তুলে ধরেছেন পরিসংখ্যান। মুখ্যমন্ত্রীর দেওয়া তথ্য় অনুযায়ী, ”দেশে রোজ প্রায় ৯০ টি  এ ধরনের ঘটনা ঘটছে।  এই পরিসংখ্য়ান যথেষ্ট উদ্বেগজনক।” চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের  (CM Mamata Banerjee) বক্তব্য, ”এমন ন্যক্কারজনক ঘটনায় ইতি টানা আমাদের সকলের দায়িত্ব। এসব ঘটনাকে চিহ্নিত করে দ্রুত বিচারপ্রক্রিয়া শেষ করতে হবে। আমার প্রস্তাব, দেশের প্রতিটি জায়গায় ফাস্ট ট্র্যাক স্পেশাল কোর্ট (Fast Track Court) তৈরি করা হোক। তার মাধ্যমে ১৫ দিনের মধ্যে বিচারপ্রক্রিয়া শেষ করে দোষীদের শাস্তি দেওয়ার বিষয়টি ত্বরান্বিত হোক।” এ বিষয়ে তিনি কেন্দ্রকে নির্দিষ্ট নীতি নির্ধারণ করারও আবেদন জানিয়েছেন।

[আরও পড়ুন: RG Kar কাণ্ড: নির্যাতিতার চার সহকর্মী-সহ ৬ জনের পলিগ্রাফ টেস্টের আবেদন মঞ্জুর শিয়ালদহ আদালতের]

উল্লেখ্য, আর জি কর হাসপাতালের ঘটনায় কলকাতা পুলিশের তদন্তের মাঝেই মামলা সিবিআই-কে হস্তান্তরের নির্দেশ দেয় কলকাতা হাই কোর্ট (Calcutta HC)। কিন্তু এখনও নতুন করে কাউকে গ্রেপ্তার করতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তা নিয়ে শাসকদলের তরফে ক্ষোভপ্রকাশও করা হয়েছে। বর্ষীয়ান তৃণমূল সাংসদ (TMC MP) সুখেন্দুশেখর রায় নারী নিরাপত্তা নিয়ে আলাদা আইন প্রণয়নের জন্য অমিত শাহকে চিঠিও লিখেছিলেন। এবার ধর্ষণ-খুনের মতো ঘৃণ্য অপরাধের দ্রুত কিনারা করার দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে চিঠি পাঠালেন মুখ্যমন্ত্রী। 

[আরও পড়ুন: ‘সতর্ক না করে বাঁধ খুলেছে’, ভারতকে ‘অমানবিক’ বলে তোপ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement