ফাইল ছবি।
অর্ণব আইচ: নিজের বিরুদ্ধে যাবতীয় অভিযোগ-তদন্তের ফাইল বাড়িতে লকারবন্দি করে রাখতেন আর জি কর মেডিক্যাল কলেজের(RG Kar Hospital) প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এছাড়াও দরপত্র থেকে শুরু করে ভেন্ডারদের চুক্তিপত্র-সহ যাবতীয় গুরুত্বপূর্ণ নথি, ফাইল – কোনওটাই নিজের অফিসে রাখতেন না ধৃত অধ্যক্ষ। সব রাখতেন নিজের বাড়িতে। পূর্ব কলকাতার বেলেঘাটায় সন্দীপ ঘোষের বাড়িতে তল্লাশি চালিয়ে এসব যাবতীয় নথি ও ফাইল উদ্ধার করেছে সিবিআই।
সিবিআই সূত্রে খবর, আর জি কর হাসপাতালে সন্দীপ ঘোষের(Sandip Ghosh) অফিসে তল্লাশি চালিয়ে যখন কোনও গুরুত্বপূর্ণ ফাইল ও নথির হদিশ মেলেনি, তখন অনেকটাই অবাক হয়েছিলেন আধিকারিকরা। তাই পরে তাঁর বেলেঘাটার বাড়িতে চালানো হয় তল্লাশি। বাড়ির একাধিক আলমারি ও বিশেষ কয়েকটি জায়গায় তল্লাশি চালিয়ে সিবিআই উদ্ধার করে বেশ কিছু ফাইল ও নথি। সেসবে ভর্তি তাঁর বিরুদ্ধে সমস্ত অভিযোগ।
আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে একের পর এক অভিযোগ জমা পড়েছিল হাসপাতালে। সেই অভিযোগপত্র ও সেই সংক্রান্ত ফাইলগুলি প্রত্যেকটি যত্ন করে নিজের বাড়ির আলমারিতে রেখে দিতেন সন্দীপ। একইভাবে দুর্নীতি সংক্রান্ত বহু তদন্তের রিপোর্টের নথি ও ফাইলের আসল নথি ও কপি নিজের কাছেই সন্দীপ রেখে দিতেন। এছাড়াও দরপত্র ও ভেন্ডারের সঙ্গে চুক্তির যাবতীয় নথিও বাড়ির লকারে সুরক্ষিত রাখতেন সন্দীপ। এগুলি সামনে রেখে নিজাম প্যালেসে সন্দীপ ঘোষকে সিবিআই আধিকারিকরা জেরা করেছেন বলে খবর।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.