Advertisement
Advertisement
RG Kar

‘ভুল বললে শুধরে দেবেন’, আর জি করে মৃত চিকিৎসকের বাবাকে ফোন কুণালের

কুণাল বলেন, “আপনাদের যন্ত্রণা থেকে যে পদক্ষেপই নিন, তা নিয়ে কোনও বক্তব্য নেই। এই ন্যায়বিচারের লড়াইতে আপনাদের সঙ্গেই আমরা আছি। কোনও ভুল নজরে পড়লে সরাসরি ধরিয়ে দেবেন। নম্বরটা সেভ করে রাখুন।”

RG Kar Doctor Death Case: Kunal Ghosh talked to dead doctor's father
Published by: Tiyasha Sarkar
  • Posted:September 1, 2024 11:43 pm
  • Updated:September 1, 2024 11:46 pm  

স্টাফ রিপোর্টার: আর জি করে ধর্ষিত এবং নিহত তরুণী চিকিৎসকের বাবাকে ফোন প্রাক্তন সাংসদ কুণাল ঘোষের। বেশ কিছুক্ষণ কথা বললেন তাঁরা। ফোনে মৃতার বাবাকে প্রাক্তন সাংসদ বললেন, “ঘটনাটি ভয়ংকর। এনিয়ে নানা বিতর্কে আমাদের কথা বলতে হয়। রাজনৈতিক বিতর্কে নানা মত দিতে হয়। কিন্তু আমি বা আমরা চাই না আমাদের মুখ থেকে এমন কোনও শব্দ বের হোক, যাতে আপনারা দুঃখ পান। যাতে না মনে হয় যে মূল তদন্ত থেকে অভিমুখ সরে যাচ্ছে। যদি তেমন কোনও কথা আমার মুখে দেখেন, সরাসরি আমাকে ফোন করে সংশোধন করে দেবেন। যদি মনে হয় নির্দিষ্ট কোনও পয়েন্ট তদন্তের স্বার্থে বলা উচিত, তাহলে সেটাও নির্দ্বিধায় জানাবেন। ন্যায় বিচারের এই লড়াইতে আমরা আপনাদের সঙ্গেই আছি।”

জানা গিয়েছে, এদিনের কথোপকথনে কুণাল আরও বলেন, “কখনও কখনও আপনাদের কোনও মন্তব্যের উপর সাংবাদিকরা প্রতিক্রিয়া চান। পুরোটা না জেনে শুধু এক লাইন দু’লাইনের উপর মন্তব্য করতে হয়। ফলে আপনাদের বক্তব্য পুরোপুরি জেনে রাখা দরকার। একদিন দেখা করে আসব।” মৃতার বাবা কুণাল ঘোষের এই মানসিকতাকে স্বাগত জানিয়ে বলেন, “তদন্ত এগোচ্ছে না। আপনারা সবাই মূল তদন্তের উপর অভিমুখ রাখুন। আমার মেয়ের ঘটনার ন্যায়বিচার চাই। তদন্ত যদি সেভাবে না এগোয়, কয়েকদিন বাদে আমরা আবার কথা বলতেই পারি। আমরা এখনও আশাবাদী, কারা এই জঘন্য অপরাধ করল তা সামনে আসবে, দোষীদের চরম শাস্তি হবে।”

Advertisement

[আরও পড়ুন: ‘সরকারি বেতন, বোনাস নেবেন তো?’, ধর্ষকদের ফাঁসি চেয়ে আন্দোলনকারী ডাক্তারদের প্রশ্ন কাঞ্চনের]

তিনি আরও বলেন, “মুখ্যমন্ত্রীই প্রথম সিবিআইকে তদন্ত দিয়ে দেওয়ার কথা বলেছিলেন। তবে তাঁর বেঁধে দেওয়া সময়সীমার আগেই তদন্তভার সিবিআইয়ের হাতে চলে যায়। আমরা আশা নিয়ে বসে আছি।” কুণাল বলেন, “আপনাদের যন্ত্রণা থেকে যে পদক্ষেপই নিন, তা নিয়ে কোনও বক্তব্য নেই। এই ন্যায়বিচারের লড়াইতে আপনাদের সঙ্গেই আমরা আছি। কোনও ভুল নজরে পড়লে সরাসরি ধরিয়ে দেবেন। নম্বরটা সেভ করে রাখুন।”

[আরও পড়ুন: ‘কাল যদি আমার সঙ্গে কিছু ঘটে, এটা মনুষ্যত্বের লড়াই’, মহামিছিলের ভিড় থেকে সরব দিতিপ্রিয়া]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement