Advertisement
Advertisement
R G Kar

আস্থা নেই সিবিআইয়ে! নতুন করে তদন্তের আর্জি নিয়ে হাই কোর্টে অভয়ার বাবা-মা

তদন্তের নামে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে বলে হাই কোর্টে অভিযোগ মৃতার বাবা-মায়ের। 

RG Kar: Died doctor's parents in the High Court demanding fresh
Published by: Tiyasha Sarkar
  • Posted:December 19, 2024 11:38 am
  • Updated:December 19, 2024 12:50 pm  

গোবিন্দ রায়: আস্থা নেই সিবিআইয়ে! নতুন করে মেয়ের খুনের তদন্তের দাবিতে কলকাতা হাই কোর্টে অভয়ার বাবা-মা। বৃহস্পতিবার সকালে নতুন মামলার আর্জি জানান তাঁরা। তাঁদের কথায়, “বর্তমানে যে তদন্ত চলছে তাতে আস্থা নেই। তাই নতুন করে খুনের তদন্তের নির্দেশ দেওয়া হোক।” তদন্তের নামে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে বলেও অভিযোগ মৃতার বাবা-মায়ের। 

আগস্ট থেকে চর্চায় আর জি কর। তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের অভিযোগের প্রতিবাদে ফুঁসে উঠেছিল গোটা বাংলা। তবে তিনমাসের মাথায় এই ঘটনায় জামিন পেয়েছেন আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল। কারণ হিসেবে জানা গিয়েছে, চার্জশিট পেশ করতে পারেনি সিবিআই। এর পরই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এসবের মাঝে বৃহস্পতিবার সকালে নতুন করে তদন্তের দাবিতে হাই কোর্টের দ্বারস্থ হন অভয়ার বাবা-মা। তাঁরা বলেন, “তদন্তের নামে তথ্যপ্রমাণ লোপাট হয়েছে। ইতিমধ্যেই ট্রায়াল শুরু হয়েছে। সাক্ষ্যগ্রহণ চলছে। এখনই আদালত হস্তক্ষেপ না করলে পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে।” এর পরই সিবিআইকে মামলায় যুক্ত করার নির্দেশ দেন বিচারপতি।

Advertisement

উল্লেখ্য, চলতি বছরের ৮ আগস্ট, নাইট শিফট ছিল আর জি কর হাসপাতালের তরুণী চিকিৎসকের। পরদিন আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সেমিনার হল থেকে তাঁর দেহ উদ্ধার হয়। অভিযোগ, ধর্ষণ করে খুন করা হয়েছে তাঁকে। এই ঘটনায় প্রথমে তদন্তে নামে কলকাতা পুলিশ। সঞ্জয় রায় নামে এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেপ্তার করে। এর পর ধর্ষণ ও খুনের মামলার জল গড়ায় কলকাতা হাই কোর্টে। সিবিআই ঘটনার তদন্তভার পায়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement