Advertisement
Advertisement
RG Kar

সন্দীপ-অভিজিতের জামিনের বিরোধিতা, ধর্মতলায় ধরনার পথে সিনিয়র ডাক্তাররা

১৭ থেকে ২৬ ডিসেম্বর ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে অস্থায়ী বিক্ষোভ মঞ্চ তৈরি করতে চান সংগঠনের সদস্যরা। সেই মর্মে তাঁরা কলকাতা পুলিশ কমিশনারকে ইমেল করেছেন।

RG Kar case: Joint Platform of Doctors call for dharna at Dharmatala from December 17 to 26

ফাইল ছবি।

Published by: Sucheta Sengupta
  • Posted:December 15, 2024 9:03 pm
  • Updated:December 15, 2024 9:03 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর জি কর কাণ্ডের তদন্তের গতিপ্রকৃতি নিয়ে অসন্তোষ বাড়ছে। গত শুক্রবার আর জি করের হাসপাতালের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল জামিন পাওয়ায় সেই অসন্তোষ আরও বেড়েছে। এবার এই জামিনের বিরোধিতা, সিবিআই-কে সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার দাবিতে ধর্মতলায় ধরনায় বসতে চলেছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস। ১৭ থেকে ২৬ ডিসেম্বর ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে অস্থায়ী বিক্ষোভ মঞ্চ তৈরি করতে চান সংগঠনের সদস্যরা। সেই আবেদন জানিয়ে কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মাকে ইমেল করা হয়েছে বলে খবর। পুলিশ অনুমতি না দিলে আদালতের দ্বারস্থ হওয়ার কথাও জানিয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস।

রবিবার এই সংগঠনের সদস্যরা অভয়ার সুবিচারের দাবিতে ধর্মতলায় ধরনা মঞ্চ গড়ে প্রতিবাদে শামিল হওয়ার ডাক দেন। ডাক্তারদের বক্তব্য, সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে এই ঘটনায় জড়িত থাকার যথেষ্ট তথ্যপ্রমাণ আছে। তার পরেও এঁদের ছেড়ে দেওয়া হল কেন? তাঁদের আরও অভিযোগ, রাজ্য সরকার এঁদের বিরুদ্ধে চার্জশিট পেশের অনুমোদন দিচ্ছে না। তার প্রতিবাদ স্বরূপ আগামী দিনের ধরনা।

Advertisement

গত ৯ আগস্ট আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনার মাসখানেক পর তথ্যপ্রমাণ আড়াল করার অভিযোগে গ্রেপ্তার করা হয় টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলকে। পরে গ্রেপ্তার হন তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষও। তবে ঘটনার তদন্তে নেমে ৯০ দিনেও এই দুজনের বিরুদ্ধে চার্জশিট পেশ করতে না পারায় ১৩ ডিসেম্বর তাঁদের জামিন দেয় শিয়ালদহ আদালত। আর তাতেই কার্যত খেপে উঠেছেন চিকিৎসকরা। তাঁদের দাবি, সিবিআইয়ের এই তদন্তে স্বচ্ছতা নেই। সত্যের পথে তা চলছে না। আর সেই কারণে তাঁরা নতুন করে রাজপথে নেমেছেন, নতুন কর্মসূচি নিয়ে। জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের এই ধরনাও তারই অংশ।

এদিকে, বিচারের দাবিতে এসএফআই-ডিওয়াইএফআইয়ের যৌথভাবে মিছিলের ডাক দিয়েছে আগামী ১৭ তারিখ। ওইদিন বিকেল ৪টে থেকে দীনেশ মজুমদার ভবনে জমায়েত, তারপর মিছিল। 

আর জি কর কাণ্ডে সুবিচারে চেয়ে ফের পথে বাম ছাত্র-যুব সংগঠন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement