সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডিএ বা মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলায় জিতলেন রাজ্য সরকার কর্মচারীরাই। রাজ্যের রিভিউ পিটিশন বা রায় পুর্নবিবেচনার আরজি খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট। তবে কেন্দ্রীয় সরকারি ও এ রাজ্যের যেসব সরকারি কর্মচারীরা ভিন রাজ্যে কাজ করেন, তাঁদের মতোই এ রাজ্যে কর্মরতরাও একই হারে ডিএ পাবেন কিনা, সেই বিষয় সিদ্ধান্ত নেবে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল বা স্যাট।
[সল্টলেকে চাকরিপ্রার্থীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি, এলাকায় উত্তেজনা]
একের পর এক পে-কমিশনের সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। নিয়মিত ডিএ বা মহার্ঘ ভাতা বাড়ছে কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের। বস্তুত, দেশের অনেক রাজ্যেই সরকারি কর্মচারীরা এ রাজ্যের সরকারি কর্মচারীদের থেকে বেশি মহার্ঘ ভাতা পান। বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল বা স্যাটে মামলা করেছিলেন রাজ্য সরকারি কর্মচারীরা। তখন স্যাট বলেছিল, আইনি অধিকার নয়, সরকারি কর্মচারীদের ডিএ দেওয়া হয় দয়া করে। সেই রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টে মামলা করে কংগ্রেস প্রভাবিত সরকারি কর্মচারীদের সংগঠন। স্যাটের রায়কে খারিজ করে ডিএ-কে সরকারি কর্মচারীদের আইনি অধিকারের স্বীকৃতি দেয় হাই কোর্ট। তবে কেন্দ্রীয় সরকারি কর্মচারী কিংবা ভিন রাজ্যে কর্মরত রাজ্য সরকারি কর্মচারীদের মতোই এ রাজ্যে কর্মরতরাও ডিএ পাবেন কিনা, তা স্যাটকে খতিয়ে দেখার নির্দেশ দেয় আদালত। ডিএ সরকারি কর্মচারীদের আইনি অধিকার। তাতে কোনও রাজ্যের কোনও আপত্তি নেই। কিন্তু মহার্ঘ ভাতার বৈষম্য দূর করা নিয়ে রায় পুর্নবিবেচনার জন্য হাই কোর্টে আবেদন করেছিল রাজ্য সরকার। বৃহস্পতিবার সেই আবেদনটিই খারিজ হয়ে গেল। ফলে সরকারি কর্মচারীদের ডিএ প্রাপ্তি আর সময়ের অপেক্ষা মাত্র। এবার হয়ত তাঁদের বিক্ষোভ প্রশমিত হবে, দিশা পাবেন আন্দোলনরত সরকারি কর্মচারীরা।
[ ছাত্র সংসদের দখল ঘিরে উত্তপ্ত মৌলানা আজাদ কলেজ, গ্রেপ্তার ২]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.