Advertisement
Advertisement
Civic Volunteers

ফের সুখবর সিভিক ভলান্টিয়ারদের জন্য, পুজোর বোনাসের পর বড় অঙ্কে বাড়ল অবসরকালীন ভাতা

আগে সিভিক ভলান্টিয়ার এবং ভিলেজ পুলিশের কর্মীরা অবসরকালীন ভাতা হিসাবে পেতেন ৩ লক্ষ টাকা।

Retirement benefit of civic volunteers increased to 5 lakh rupees
Published by: Subhajit Mandal
  • Posted:August 29, 2024 6:16 pm
  • Updated:August 29, 2024 6:23 pm

গৌতম ব্রহ্ম: সিভিক ভলান্টিয়ার এবং ভিলেজ পুলিশের কর্মীদের জন্য সুখবর। পুজোর বোনাসের পর এবার বাড়ল অবসরকালীন ভাতা। নবান্নের তরফে বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হল, আগে সিভিক ভলান্টিয়ার এবং ভিলেজ পুলিশের কর্মীরা অবসরকালীন ভাতা হিসাবে পেতেন ৩ লক্ষ টাকা। এবার থেকে সেটা বেড়ে হবে ৫ লক্ষ টাকা। চলতি বছরের এপ্রিল থেকেই কার্যকর হচ্ছে এই নির্দেশিকা।

২০২০ সালে ঘোষণা করা হয়, ৬০ বছর বয়স পর্যন্ত চাকরি করলে সিভিক ভলান্টিয়ার এবং ভিলেজ পুলিশের কর্মীরা এককালীন অবসরভাতা হিসাবে পাবেন ৩ লক্ষ টাকা। এর পর একাধিকবার ওই অবসর ভাতা বাড়ানোর দাবি এসেছে। কিছুদিন ধরে সরকারের অন্দরে সে নিয়ে আলোচনাও হয়েছে। অবশেষে বৃহস্পতিবার বিবৃতি দিয়ে সিভিক এবং ভিলেজ পুলিশের অবসর ভাতা বাড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করে দেওয়া হল।

Advertisement

[আরও পডুন: গলায় গেরুয়া, মারমুখী মেজাজ! নবান্ন অভিযানে অশান্তির অভিযোগে গ্রেপ্তার তরুণী]

উল্লেখ্য, দিন কয়েক আগেই রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের তরফে বিবৃতি দিয়ে সিভিক ভলান্টিয়ারদের পুজোর বোনাস বাড়ানোর কথা ঘোষণা করা হয়। ওই বিজ্ঞপ্তি অনুযায়ী, আগে ৫ হাজার ৩০০ টাকা বোনাস পেতেন সিভিক ভলান্টিয়াররা। এবার তা বেড়ে হবে ৬ হাজার টাকা। এছাড়া ভিলেজ পুলিশরাও চলতি অর্থবর্ষে ৬ হাজার টাকা পুজো বোনাস পাবেন।

[আরও পড়ুন: ব্যর্থ পুনর্বাসনের চেষ্টা! আর জি করের ‘ভিলেন’ অরুণাভকে ঘরবন্দি করলেন মালদহ মেডিক্যালের জুনিয়ররা]

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে সিভিকদের জন্য একগুচ্ছ সুবিধার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য বাজেট পেশ করার সময় মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বেতন বৃদ্ধির কথা ঘোষণা করেন। তিনি জানান, রাজ্য পুলিশের ২০% চাকরি সংরক্ষিত থাকবে সিভিক ভলান্টিয়ারদের জন্য। সিভিক পুলিশ এবং ভিলেজ পুলিশ থেকে রাজ্য পুলিশে কর্মী নিয়োগের সংখ্যাও বৃদ্ধি করা হবে বলে জানান। রাজ্য পুলিশে নিয়োগের ক্ষেত্রে কাজের নিরিখে সিভিক পুলিশ এবং ভিলেজ পুলিশ থেকে চাকরি পাওয়ার কথা জানানো হয়। সব মিলিয়ে সিভিক ভলান্টিয়ারদের জন্য কার্যত দরাজহস্ত সরকার। 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement