ছবি: প্রতীকী
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী ১৯ মে মাধ্যমিকের ফলপ্রকাশ। টুইটে একথা জানান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এবারই সবচেয়ে কম সময়ে মাধ্যমিকের ফলপ্রকাশের সিদ্ধান্ত মধ্যশিক্ষা পর্ষদের।
চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা হয়েছিল ২৩ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ পর্যন্ত। উত্তরপত্র মূল্যায়নের কাজে যুক্ত ১১৫৩ জন প্রধান পরীক্ষক এবং প্রায় ৪১ হাজার পরীক্ষক। এপ্রিল মাসের শেষদিকেই পর্ষদের তরফে জানানো হয়েছিল, মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়ন করে নম্বর জমা পড়ে গিয়েছে পর্ষদে। শিগগিরই ফলপ্রকাশ হবে। পর্ষদের সেই সম্ভাবনাতেই সিলমোহর দিয়ে মাধ্যমিকের ফলপ্রকাশের দিনক্ষণ ঘোষণা করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আগামী ১৯ মে, শুক্রবার মধ্যশিক্ষা পর্ষদের ওয়েবসাইটে দেখা যাবে মাধ্যমিকের ফল। পাশাপাশি এসএমএসেও জানা যাবে প্রাপ্ত নম্বর।
19th May, 2023, Friday, 10 AM the Results of Madhyamik Pariksha 2023 shall be declared by WBBSE.
— Bratya Basu (@basu_bratya) May 10, 2023
অন্যদিকে, ১৪ থেকে ২৭ মার্চ পর্যন্ত হয়েছিল রাজ্যে উচ্চমাধ্যমিক পরীক্ষা। সংসদ সূত্রে খবর পাওয়া গিয়েছিল, এপ্রিলের শেষে মোট উত্তরপত্রের ৮০ শতাংশের নম্বর জমা পড়ে গিয়েছে। বাকি নম্বর যথাযথ সময়ে জমা পড়লে পরবর্তী দফার কাজ শুরু হয়ে যাবে। লক্ষ্য, মে’র শেষ সপ্তাহে ফলপ্রকাশ করা। মাধ্যমিকের ফল বেরনোর পরই উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশের প্রক্রিয়া শুরু হয়ে যাবে বলেই খবর।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.