সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিদায়ী মন্ত্রী এবং সদ্য প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের অধীনে থাকা দুই দপ্তরের দায়িত্ব ভাগ করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আবাসন দপ্তরের দায়িত্ব তুলে দিলেন ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাসের কাঁধে এবং দমকল দপ্তরের দায়িত্ব দেওয়া হল পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের উপরে৷ এই দুই দপ্তরের দায়িত্বই ছিল শোভনের উপর৷
[‘আপনারা দল ভাঙান’, বিধানসভায় দিলীপকে নজিরবিহীন আক্রমণ মমতার]
একই সঙ্গে বৃহস্পতিবার ‘উত্তীর্ণ’ সভাঘরে কলকাতা পুরসভার সমস্ত তৃণমূল কাউন্সিলরদের নিয়ে বৈঠক করেন তৃণমূলনেত্রী৷ সেখানে উপস্থিত কাউন্সিলররা পরবর্তী মেয়র হিসাবে ফিরহাদ হাকিমের নাম প্রস্তাব করেন। ডেপুটি মেয়র পদে প্রস্তাব করা হয় মেয়র পারিষদ (স্বাস্থ্য) অতীন ঘোষের নাম৷ এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, আগেও তিন-চারবার মেয়র পদে ইস্তফা দিতে চেয়েছেন শোভন চট্টোপাধ্যায়৷ তখন তাঁকে বোঝানো হয়েছিল৷ এমনকী, এবারও মন্ত্রিসভা থেকে ইস্তফা দেওয়ার পর তাঁকে বোঝানোর চেষ্টা করেন ফিরহাদ হাকিম৷ কিন্তু নিজের সিদ্ধান্তে অনড় ছিলেন শোভন৷ ফলে দলের তরফ থেকেই তাঁকে মেয়র পদে ইস্তফা দিতে বলা হয়৷ কলকাতা পুরসভার কাউন্সিলর হয়েও উক্ত বৈঠকে শোভন চট্টোপাধ্যায় উপস্থিত ছিলেন না৷ বিদায়ী মেয়র জানিয়েছিলেন যে, ‘উত্তীর্ণ’র বৈঠকের বিষয়ে তাঁর কাছে কোনও আমন্ত্রণ এসে পৌঁছায়নি৷ বৃহস্পতিবারের বৈঠকে বিষয়েও মুখ খোলেন দলনেত্রী৷ বলেন, “হয়ত শোভনের সঙ্গে যোগাযোগ করে ওঠা যায়নি৷” মুখ্যমন্ত্রী বিষয়টিকে আমল দিতে না চাইলেও নরমে-গরমে শোভনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তাঁর এক সময়ের সহকর্মী অতীন ঘোষ৷ তিনি বলেন, “দলের সর্বোচ্চ নেত্রী বৈঠক ডেকেছেন আর আমরা কেউ আসিনি এমন অতীতে হয়নি৷ এটা জরুরী বৈঠক ছিল৷ ফলে সময়ের অভাবে সবাইকে আমন্ত্রণ জানানো যায়নি৷ সকলেই সংবাদ মাধ্যমে খবর পেয়ে বৈঠকে এসেছেন৷”
[ইস্তফা শোভনের, কলকাতার নয়া মেয়র হচ্ছেন ফিরহাদ হাকিম]
কলকাতা পুরসভার কাউন্সিলরদের উদ্দেশ্যেও এদিন ভাল কাজ করার বার্তা দেন মমতা৷ তিনি বলেন, “আপনাদের ভাল করে কাজ করতে হবে৷ আপনারাই তৃণমূল স্তরে দলের সম্পদ৷ নাগরিকদের কাছে ভাল পরিষেবা পৌঁছে দেওয়া আপনাদের কর্তব্য৷” ইস্তফা দেওয়ার পর বৃহস্পতিবারই সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন বিদায়ী মেয়র। জনিয়েছিলেন, প্রয়োজনে ফিরহাদ হাকিম তাঁর ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন৷ দল চাইলে কাউন্সিলর পদও ছাড়তে রাজি তিনি। এদিন শোভনের এই আনুগত্যের উত্তর দেন ভাবী মেয়র ফিরহাদ হাকিম৷ তিনি বলেন, “শোভন আমার বন্ধুর মতো৷ ওর পারিবারিক বিষয়ে আমি ঢুকব না৷ তবে চাই এই অবস্থা থেকে শোভন তাড়াতাড়ি বেরিয়ে আসুক৷” মন্ত্রিত্বের পাশাপাশি মেয়রের দায়িত্ব সামাল দিতেও তেমন অসুবিধা হবে না বলে জানান তিনি৷ একই ভাবে ফিরহাদের সঙ্গে কাজ করতে কোনও অসুবিধা নেই বলে জানিয়ে দেন ভাবী ডেপুটি মেয়র অতীন গোষ৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.