Advertisement
Advertisement

Breaking News

Kolkata Police

কলকাতা পুলিশে ফের রদবদল, ৫ ইন্সপেক্টরকে বদলির নোটিস পাঠাল লালবাজার

লোকসভা ভোটের আগে কমিশনের নির্দেশে যাঁরা বদলি হয়েছিলেন, তাঁরা এবার নিজেদের জেলায় ফিরতে পারবেন। এই বিজ্ঞপ্তিও জারি করেছে রাজ্য পুলিশ।

Reshuffle in Kolkata Police: Five inspectors transfered according to the order from Police commissioner

ফাইল ছবি

Published by: Sucheta Sengupta
  • Posted:November 22, 2024 10:23 pm
  • Updated:November 22, 2024 10:28 pm  

অর্ণব আইচ: সম্প্রতি শহর কলকাতায় ঘটে গিয়েছে এমন কিছু ঘটনা, যা আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের পক্ষে যথেষ্ট। ধারাবাহিক এসব ঘটনা রুখতে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ভালোভাবে সামাল দিতে ফের রদবদল কলকাতা পুলিশে। শুক্রবার পাঁচ ইন্সপেক্টরকে বদলি সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছেন পুলিশ কমিশনার মনোজ বর্মা। বদল হয়েছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগেও। 

Advertisement

বিজ্ঞপ্তি অনুযায়ী –

  • গোয়েন্দা বিভাগের ইন্সপেক্টর সৌম্য ঠাকুরকে বদলি করা হয়েছে মুচিপাড়া থানায়। সেখানকার ওসির দায়িত্ব পেয়েছেন তিনি।
  • ময়দান থানার অতিরিক্ত ওসির পদ সামলাতেন দীপঙ্কর বিশ্বাস। তাঁকে বদলি করা হল লেদার কমপ্লেক্স থানায়।
  • দীপঙ্কর বিশ্বাসের বদলে ময়দান থানার অতিরিক্ত ওসি হলেন ইন্সপেক্টর সাবির উদ্দিন। তিনি কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের ইন্সপেক্টর ছিলেন।
  • লেদার কমপ্লেক্স থানার অতিরিক্ত ওসির দায়িত্ব পেলেন ইন্সপেক্টর অনুপম চট্টোপাধ্যায়।
  • ইন্সপেক্টর রাজীব চট্টোপাধ্যায়কে লেদার কমপ্লেক্স থানা থেকে বদলি করে নিয়ে যাওয়া হল স্পেশাল ব্রাঞ্চে।
  • সবমিলিয়ে ৫ পুলিশ আধিকারিকের পদে রদবদল করা হয়েছে। 

অন্যদিকে, লোকসভা ভোটের সময় নির্বাচন কমিশনের নির্দেশে যে পুলিশ অফিসারদের বদলি করা হয়েছিল অন‌্য জেলায়, এবার সেই সাব ইন্সপেক্টররা ফিরতে পারবে নিজেদের জেলায়। পুলিশ সূত্রে খবর, নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী লোকসভা ভোটের আগে সাব ইন্সপেক্টর ও উচ্চপদের আধিকারিকদের নিজের জেলা থেকে অন‌্য জেলায় পোস্টিং হয়। কিন্তু লোকসভা ভোটের পর এতদিন সেসব সাব ইন্সপেক্টর বা পদস্থ আধিকারিকদের নিজেদের জেলায় ফেরানো হয়নি। এই ব‌্যাপারে রাজ‌্য পুলিশের ওয়েলফেয়ার কমিটির কনভেনর বিজিতশ্ব রাউত রাজ‌্য পুলিশের ডিজিকে চিঠি দেন। শুক্রবার রাজ‌্য পুলিশ একটি নির্দেশিকা জারি করে। সেখানে বলা হয়েছে, লোকসভা ভোটের আগে যে সাব ইন্সপেক্টরদের অন‌্য জেলায় বদলি করা হয়, তাঁরা ইচ্ছা করলে পুরনো জেলা বা যে জেলায় লোকসভা ভোটের আগে কর্তব‌্যরত অবস্থায় ছিলেন, সেখানে ফেরত আসতে পারেন। ইচ্ছুক আধিকারিকদের এই ব‌্যাপারে কর্তৃপক্ষের কাছে আবেদন জানাতে হবে বলে জানিয়েছে নবান্ন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement