চন্দ্রশেখর চট্টোপাধ্যায়: তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন আসানসোলের বিশিষ্ট সমাজসেবী চন্দ্রশেখর কুণ্ডু (Chandrasekhar Kundu)। শুক্রবার দুপুরে কলকাতার তপসিয়ায় অবস্থিত তৃণমূল ভবনে এসে রাজ্যের শিক্ষামন্ত্রী ও তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের হাত থেকে দলীয় পতাকা তুলে নেন তিনি। শপথ নেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ মেনে পথচলার।
সোশ্যাল মিডিয়াতে ‘ফুডম্যান’ নামে পরিচিত চন্দ্রশেখর কুণ্ডুকে বিশিষ্ট সমাজসেবী হিসেবেই চেনেন রাজ্যের মানুষ। দীর্ঘদিন ধরেই দুই বর্ধমান-সহ বাঁকুড়া ও পুরুলিয়ার বিভিন্ন প্রান্তে আর্তের সেবায় নিরলস পরিশ্রম করে যাচ্ছেন তিনি। ক্ষুধার্ত মানুষের মুখে অন্ন তুলে দেওয়ার পাশাপাশি গরিব ও অসহায় শিশুদের জন্য স্কুল তৈরি করেছেন। এছাড়াও একাধিক সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকেন সারাবছর। সাহায্যের হাত বাড়িয়ে দেন যৌনকর্মী-সহ বিভিন্ন প্রান্তিক পেশার সঙ্গে যুক্ত মানুষের দিকে। তাঁর মতো একজন মানুষের তৃণমূলে যোগদানের ঘটনায় আসানসোলে রাজ্যের শাসকদলের কিছুটা হলেও লাভ হবে বলে মনে করছেন স্থানীয়রা।
আসানসোলের ওই বিশিষ্ট সমাজসেবীর পাশাপাশি কলকাতায় এসে আজ তৃণমূলে যোগ দেন বাঁকুড়া জেলার প্রায় ৫৫০ জন কংগ্রেস (Congress) নেতা-কর্মী। বাঁকুড়া জেলার তৃণমূল সভাপতি শ্যামল সাঁতরা ও চেয়ারম্যান শুভাশিস বটব্যালের উদ্যোগে কলকাতার তপসিয়া ভবনে এসে রাজ্যের শাসকদলে যোগ দেন তাঁরা। তাঁদের যোগদানের ফলে বাঁকুড়ায় তৃণমূলের অনেকটা শক্তিবৃদ্ধি হল বলেই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.