সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যপালের প্রধান সচিব পদ থেকে নন্দিনী চক্রবর্তীর (Nandini Chakraborty)অপসারণ নিয়ে আরও জলঘোলা। রাজভবনের তরফে তাঁকে ‘রিলিজ’ করে দেওয়ার পরও জল্পনা জিইয়ে রইল। সূত্রের খবর, নবান্নের (Nabanna) তরফে নন্দিনী চক্রবর্তীকে ছাড়তে নারাজ। তবে কি তাঁকে এখনই ছাড়তে চাইছে না নবান্ন? এই প্রশ্নের পাশাপাশি ওয়াকিবহাল মহলের আরও সংশয়, এ নিয়ে ফের রাজভবনের সঙ্গে নবান্ন সংঘাতে যেতে চাইছে?
রাজ্যপাল সি ভি আনন্দ বোসের (C V Ananda Bose) প্রধান সচিব নন্দিনী চক্রবর্তীকে সরিয়ে দেওয়া হচ্ছে বলে রবিবার রাতে আচমকাই খবর ছড়ায়। অসমর্থিত সূত্রে খবর, রাজ্যপালের ইচ্ছাতেই তাঁর সচিবকে সরানো হচ্ছে। যদিও রাজ্যপাল এখন দিল্লিতে। সেখানেই সচিবকে নিয়ে কোনও সিদ্ধান্ত হয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ। তবে রাজভবনের (Rajbhaban) এই সিদ্ধান্ত কার্যকর করার কয়েকটি ধাপ রয়েছে।
নন্দিনী চক্রবর্তীকে অব্যাহতি দিতে হলে রাজ্যের মুখ্যসচিবকে নির্দেশিকা জারি করতে হবে। কিন্তু তার আগে সেই মর্মে রাজ্যপালের অনুমতি বা নির্দেশ মুখ্যসচিবের কাছে পৌঁছনো প্রয়োজন। রবিবার রাত পর্যন্ত কোনও নির্দেশ মুখ্যসচিব পাননি বলে জানা গিয়েছিল। কিন্তু সূত্রের খবর, সোমবার নবান্নে নন্দিনী চক্রবর্তীকে ‘রিলিজ’ করার খবর জানানো হয়েছে। কিন্তু নবান্নের তরফে এখনও কোনও প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়নি। সূত্রের খবর, এখনই নবান্ন নন্দিনী চক্রবর্তীকে ‘রিলিজ’ করতে চাইছে না। তবে কি এনিয়ে ফের সংঘাতে জড়িয়ে পড়ছে নবান্ন ও রাজভবন?
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.