Advertisement
Advertisement

Breaking News

SSKM

SSKM-এ রক্তারক্তি কাণ্ড! তিন তলা থেকে জানলার কাচ পড়ে মাথা ফাটল রোগীর আত্মীয়ের

ট্রমা কেয়ার সেন্টারে শুরু চিকিৎসা।

Relative of patient injured in SSKM after glass window breaks
Published by: Tiyasha Sarkar
  • Posted:September 15, 2023 1:46 pm
  • Updated:September 15, 2023 1:46 pm  

ক্ষীরোদ ভট্টাচার্য: এসএসকেএমে দুর্ঘটনা। কার্ডিওলজি বিল্ডিংয়ের তিন তলা থেকে জানলার কাচ ভেঙে পড়ে রক্তারক্তি কাণ্ড। মাথা ফাটল রোগীর আত্মীয়ের। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য হাসপাতাল চত্বরে।

প্রতিদিন বহুদিন মানুষের ভিড় হয় এসএসকেএম-এ। দূর-দূরান্তের অনেক রোগী প্রতিদিন আসেন চিকিৎসার জন্য। কেউ আবার আসেন রোগীর সঙ্গে। অন্যান্যদিনের মতোই শুক্রবার সকালেও এসএসকেএমে বহু মানুষের ভিড় ছিল। দুপুরের দিকে আচমকা ঘটে দুর্ঘটনা। জানা গিয়েছে, কার্ডিওলজি বিল্ডিংয়ের তিনতলার জানলার কাচ ভেঙে পড়ে এক রোগীর আত্মীয়ের মাথায়।

Advertisement

[আরও পড়ুন: ছদ্মবেশে হানা দিয়েই কেল্লাফতে! জাল সার্টিফিকেট চক্রের ২ চাঁইকে হাতেনাতে ধরলেন BDO]

কাচ পড়তেই মাথা ফেটে রক্তারক্তি কাণ্ড। তড়িঘড়ি ওই ব্যক্তিকে নিয়ে যাওয়া হয় ট্রমা কেয়ার সেন্টারে। সেখানেই চিকিৎসা চলছে তাঁর। এই ঘটনায় স্বাভাবিকভাবেই হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে এ বিষয়ে এখনও কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া মেলেনি।

[আরও পড়ুন: এবার উদয়ন গুহকে ‘ফুটো মস্তান’ বলে কটাক্ষ নিশীথের, পালটা তোপ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement