Advertisement
Advertisement

Breaking News

রিজেন্ট পার্ক

রিজেন্ট পার্ক হত্যাকাণ্ড থেকে ‘শিক্ষা’, অস্ত্র তৈরির ভিডিও বন্ধে ইউটিউবকে চিঠি পাঠাবে পুলিশ

উদ্ধার হয়েছে ইউটিউব দেখে তৈরি খুনে ব্যবহৃত অস্ত্র।

Regent park murder case: lalbazar will write a letter to youtube
Published by: Tiyasha Sarkar
  • Posted:June 23, 2020 8:49 am
  • Updated:June 23, 2020 8:50 am  

অর্ণব আইচ: ইউটিউব ভিডিও যে কতটা মারাত্মক হতে পারে, তার প্রমাণ মিলেছে রিজেন্ট পার্কের (Regent Park) ঘটনায়। সেই কারণেই ওই ধরনের অস্ত্র তৈরির ভিডিও ছড়ানো বন্ধ করতে ইউটিউবকে (YouTube) চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিল লালবাজার। জানা গিয়েছে, রিজেন্ট পার্কের তরুণী খুনের ঘটনাস্থলে যেতে পারেন ফরেনসিক বিশেষজ্ঞরাও।

রিজেন্ট পার্কের তরুণী খুনের তদন্তে নেমে চাঞ্চল্যকর পেয়েছিল পুলিশ। জানা গিয়েছিল, একমাস ধরে ইউটিউবে ভিডিও দেখে পাইপগান তৈরি শিখেছিল রিজেন্ট পার্ক পঞ্চাননতলার রাকেশ হালদার ওরফে জয়ন্ত। সেই অস্ত্র থেকে গুলি চালিয়ে সে খুন করে প্রেমিকা প্রিয়াঙ্কা পুরকায়েতকে। এরপরই ধৃতের বয়ানের ভিত্তিতে খুনে ব্যবহৃত অস্ত্রের খোঁজে তদন্ত শুরু করে পুলিশ। খালের পাশের জঙ্গল থেকে সেটি উদ্ধার করার পর তা দেখেই হকচকিয়ে যান তদন্তকারীরা। কারণ, সাধারণ স্টিলের পাইপের মতোই দেখতে অস্ত্রটি। এরপর জয়ন্তর মোবাইল ঘেঁটে মেলে সেই ইউটিউবের ভিডিও, যা দেখে সে পাইপগানটি তৈরি করতে শেখে। জানা গিয়েছে, প্রাথমিক তদন্ত শেষ হলে লালবাজারের পক্ষ থেকে ইউটিউব সংস্থাকে চিঠি অথবা মেল পাঠানোর পরিকল্পনা করা হচ্ছে এধরণের ভিডিও প্রচার বন্ধের জন্য।

Advertisement

[আরও পড়ুন: রাজ্যের গাফিলতিতেই পরিযায়ীরা কেন্দ্রের সাহায্য থেকে বঞ্চিত, সাফাই দিলেন দিলীপ ঘোষ]

প্রসঙ্গত, গ্রেপ্তার হওয়ার পর রিজেন্ট পার্ক হত্যাকাণ্ডের অভিযুক্ত জয়ন্তর কোনও অনুতাপ ছিল না। কিন্তু সোমবার সকালে থানার লকআপে বসেই সে খবর পায় যে, তার ছেলে হয়েছে। এই খবরেই তার চোখ থেকে গড়িয়ে পড়ে জল। মুখে ফুটে ওঠে হাসি। যদিও জয়ন্তর পরিবার ও প্রতিবেশীরা আক্ষেপ করেছেন, শিশুটি জন্মের পর তার বাবার আদর পেল না।

[আরও পড়ুন: ডিভোর্সের মামলা নিয়ে বচসা, রাগের মাথায় শাশুড়িকে গুলি করে আত্মঘাতী যুবক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement