Advertisement
Advertisement

Breaking News

Partha Chatterjee

পার্থর বিরুদ্ধে রাজসাক্ষী হতেই নিয়োগ দুর্নীতি মামলা থেকে রেহাই জামাই কল্যাণময়ের!

পিংলার একটি বেসরকারি স্কুলের সূত্র ধরে ইডির সন্দেহের তালিকায় আসে পার্থর মেয়ে-জামাই।

Recruitment Scam: Name of son in law of Partha Chatterjee removed from accused list
Published by: Tiyasha Sarkar
  • Posted:March 21, 2025 9:29 am
  • Updated:March 21, 2025 9:29 am  

অর্ণব আইচ: শ্বশুর পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে রাজসাক্ষী হতেই নিয়োগ দুর্নীতি মামলা থেকে রেহাই জামাই কল্যাণময় ভট্টাচার্যের! অভিযুক্তের তালিকা থেকে বাদ দেওয়া হল তাঁর নাম। ইডির তরফে পিটিশনে এই বিষয়টি জানানো হয়েছে আদালতে।

কিছুদিন আগেই পার্থ চট্টোপাধ‌্যায়ের (Partha Chatterjee) জামাই কল‌্যাণময় ভট্টাচার্য (Kalyanmay Bhattacharya) ইডির প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় রাজসাক্ষী হতে চেয়ে আবেদন করেছিলেন। পরবর্তীতে তা মঞ্জুর হয় ব্যাঙ্কশালে ইডির বিশেষ আদালতে। জানা যায়, নিজের অপরাধ মার্জনা করার আবেদনও জানান কল্যাণময়। এরপরই ইডির বিশেষ আদালতে বিচারক জানান, কল‌্যাণময় একজন ম‌্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দিতে পারেন। কল‌্যাণময়ের আবেদন অনুযায়ী আদালত নির্দেশ দেয়, তিনি নগর ও দায়রা আদালতে ২০ নম্বর জুডিশিয়াল ম‌্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দেবেন। নির্দেশ মোতাবেক গত মঙ্গলবার আদালতে গোপন জবানবন্দি দেন কল্যাণময়। আগামী ২৬ মার্চ ও ৩১ মার্চ পার্থর বিরুদ্ধে সাক্ষ‌্যদান করতে পারেন আরও দু’জন।

Advertisement

কল্যাণময় ভট্টাচার্য গোপন জবানবন্দি দেওয়ার পরই অভিযুক্তের তালিকা থেকে বাদ পড়ল তাঁর নাম। ইতিমধ্যেই আদালতে পিটিশন দাখিল করে বিষয়টি জানিয়েছে ইডি। উল্লেখ্য, পিংলার একটি বেসরকারি স্কুলের সূত্র ধরে ইডির সন্দেহের তালিকায় উঠে আসেন পার্থর মেয়ে-জামাই। তাঁদের নামে একাধিক সংস্থার হদিশ মেলে। মার্কিন মুলুকে বসেই পার্থর জামাই কল্যাণময় সংস্থা ও ট্রাস্ট নিয়ন্ত্রণ করতেন। পার্থর স্ত্রীর নামে তৈরি ওই ট্রাস্টের মাধ‌্যমে কলকাতা ও বিভিন্ন জেলায় প্রচুর জমিও কেনা হয়, এমনই দাবি ইডির। তাঁকে একাধিকবার তলব করে ইডি জেরা করে। সূত্রের খবর, জেরার মুখে কল‌্যাণময় ইডি আধিকারিকদের জানান যে, শ্বশুরমশাই পার্থ চট্টোপাধ‌্যায়ের (Partha Chatterjee) নির্দেশ মেনেই অনেকটা বাধ্য হয়ে দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub