Advertisement
Advertisement
Partha Chatterjee

সিবিআইয়ের আবেদন মঞ্জুর, নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে তদন্তের অনুমতি রাজ্যপালের

গতবছর গ্রেপ্তার করা হয় পার্থ চট্টোপাধ্যায়কে।

Recruitment Scam: C V Anand Bose sanctioned CBI investigation against Partha Chatterjee | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:July 19, 2023 10:19 am
  • Updated:July 19, 2023 12:01 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিয়োগ দুর্নীতি মামলায় গতবছর গ্রেপ্তার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। তাঁর বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে সিবিআই ও ইডি। সিবিআই নিজেদের হেফাজতে নিয়ে পার্থ চট্টোপাধ্যায়কে জেরাও করেছেন। তবে নিয়ম অনুযায়ী প্রয়োজন ছিল রাজ্যপালের অনুমতির। এবার সেই অনুমতি দিলেন সিভি আনন্দ বোস। 

নিয়োগ দুর্নীতি মামলাকে নিয়ে দীর্ঘদিন ধরে তোলপাড় বাংলা। ইতিমধ্য়েই সিবিআই ও ইডির জালে ধরা পড়েছেন একাধিক তাবড় তাবড় নেতা। সেই তালিকায় রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। নিয়ম অনুযায়ী, রাজ্যের কোনও মন্ত্রীর বিরুদ্ধে তদন্তের জন্য বিধানসভার স্পিকারের পাশাপাশি রাজ্যপালের অনুমতির প্রয়োজন পড়ে। কারণ, রাজ্য়পালই শপথ বাক্য পাঠ করান মন্ত্রীদের। সেই কারণে অনুমতি চেয়েছিল সিবিআই। মঙ্গলবার সেই আবেদনই মঞ্জুর করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। 

Advertisement

[আরও পড়ুন: ধর্ষণ মামলায় আপাতত গ্রেপ্তার করা যাবে না নওশাদকে, ‘রক্ষাকবচে’র মেয়াদ বাড়াল হাই কোর্ট]

প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে গত একবছরে একাধিক চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। গ্রেপ্তার করা হয়েছে, একাধিক উচ্চপদস্থ প্রশাসনিক আধিক, বিধায়ক, প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি, মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি সহ কয়েকজন তৃণমূল নেতাকেও। ধৃতদের জেরা করেই রহস্যের শিকড়ে পৌঁছনোর চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা।

[আরও পড়ুন: বয়কটের পরও রাজারহাটের বুথে কীভাবে ৯৫ শতাংশ ভোট! তদন্তের নির্দেশ ‘তাজ্জব’ বিচারপতির]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement