Advertisement
Advertisement
Abhishek Banerjee

ইডির সমন এড়িয়ে আদালতে প্রশ্নের মুখে অভিষেক

বিচারপতি সিনহার নির্দেশকে চ্যালেঞ্জ।

Recruitment Scam: Abhishek Banerjee challenges Justice Amrita Sinha's Order
Published by: Paramita Paul
  • Posted:October 3, 2023 11:39 am
  • Updated:October 3, 2023 2:42 pm

গোবিন্দ রায়: বিচারপতি অমৃতা সিনহার নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। নিয়োগ দুর্নীতির তদন্তে ৩ অক্টোবর তাঁকে তলব করেছিল ইডি। কিন্তু বর্তমানে তিনি দলীয় কর্মসূচির জন্য় দিল্লিতে রয়েছেন। তাই মঙ্গলবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দপ্তরে হাজিরা দিতে পারবেন না তৃণমূল সাংসদ। এদিকে বিচারপতির সিনহার নির্দেশ ছিল, কোনওভাবেই যেন তদন্তের গতি শ্লথ না হয়। তার জন্য যে কোনও পদক্ষেপ করতে পারবে ইডি। এই নির্দেশকে চ্য়ালেঞ্জ করেই ডিভিশন বেঞ্চে যান অভিষেক। কিন্তু সেখানে বিচারপতির প্রশ্নের মুখে পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

হাই কোর্টের প্রশ্ন,  “কেন এত তাড়াহুড়ো? আজ যে হাজিরা দেবেন না তা জানিয়েছিলেন ইডিকে?” জবাবে অভিষেকের আইনজীবী বলেন, “আজ জানিয়েছি।” আগে জানালেন না কেন, জানতে চান বিচারপতি। এরপরই ইডির আইনজীবী আদালতে জানান, মঙ্গলবার না পারলে অভিষেক বুধবার আসুন দপ্তরে। 

Advertisement

[আরও পড়ুন: নাবালিকাকে অপহরণ করে ধর্মান্তকরণ, পরে বিয়ে! হাই কোর্টে চাঞ্চল্যকর মামলা]

শিক্ষক নিয়োগে ধৃত কুন্তল ঘোষের চিঠিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)  নাম উল্লেখ থাকায় কেন্দ্রীয় তদন্তকারীদের স্ক্যানারে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আদালতের অনুমতিতে তাঁকে ডেকে জিজ্ঞাসাবাদ করছেন কেন্দ্রীয় তদন্তকারীরা। এর আগে গত ১৩ তারিখ অভিষেককে সিজিও কমপ্লেক্সে গিয়ে তদন্তকারীদের মুখোমুখি হন। 

উল্লেখ্য, ওইদিন INDIA জোটের কো-অর্ডিনেশন কমিটির (Co-ordination Committee) প্রথম বৈঠক ছিল। ওই কমিটির সদস্য হওয়ায় সেখানে উপস্থিত থাকার কথা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু ইডির তলবে সাড়া দিয়ে তিনি দিল্লির বৈঠকে যাননি। গিয়েছিলেন সল্টলেকের সিজিও কমপ্লেক্সে।  সাড়ে ৯ ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। এটা প্রতিহিংসামূলক আচরণ, প্রতিক্রিয়া দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়।

এবার তাঁকে তলব করা হয় ৩ অক্টোবর। উল্লেখ্য, অক্টোবরের গোড়ায় তিনদিন দিল্লিতে টানা কর্মসূচি রয়েছে তৃণমূলের। ১০০ দিনের টাকা নিয়ে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে ১,২,৩ অক্টোবর একাধিক কর্মসূচি রয়েছে। মৌখিকভাবে জানানো হয়েছিল, ইডি দপ্তরে হাজিরা দেবেন না তিনি। এবার সরাসরি হাই কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে এদিন তাঁর মামলার শুনানির আর্জি পিছিয়ে গিয়েছে। ফাইল যথাসময়ে এজলাসে না আসার কারণে ডিভিশন বেঞ্চ শুনতেই পারেনি মামলা। বুধবার বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে মামলা শুনানি সম্ভাবনা রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর উদ্দেশ্যে প্রশ্ন করেন বিচারপতি।

[আরও পড়ুন: মা ফ্লাইওভারে দুর্ঘটনা থেকে শিক্ষা, কলকাতার ৪৫ টি জায়গায় সিসিটিভির সফটওয়্যার আপডেট]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement