Advertisement
Advertisement

Breaking News

Panchayat Poll

উলুবেড়িয়ার সিপিএম প্রার্থীর ব্যালটে ষড়যন্ত্র মামলা, BDO, SDO-সহ ৩ জনকে সাসপেন্ডের সুপারিশ

আদালতে সুপারিশ তদন্ত কমিটির।

Recommendation to suspend BDO, SDO on ballot conspiracy | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:July 27, 2023 5:13 pm
  • Updated:July 27, 2023 5:13 pm  

গোবিন্দ রায়: উলুবেড়িয়ার সিপিএম প্রার্থীর ব্যালট পেপার ষড়যন্ত্র মামলায় BDO ও SDO-সহ তিনজনকে সাসপেন্ড করার সুপারিশ। পাশাপাশি রিপোর্টে আদালতকে বিচার বিভাগীয় তদন্তের সুপারিশও জানালেন অবসরপ্রাপ্ত বিচারপতি দেবীপ্রসাদ দে। সুপারিশ এফআইআরেরও।

হাওড়ার উলুবেড়িয়ার ১ নম্বর ব্লকের বহিরা পঞ্চায়েতের সিপিএম প্রার্থী কাশ্মীরা বেগম খান। মনোনয়নপত্র (Bengal Panchayat Election 2023) বিকৃতি ও ব্যালটে ষড়যন্ত্রের অভিযোগ তোলেন তিনি। একাধিক অভিযোগ ছিল তাঁর। তার মধ্যে ছিল, ওবিসি হওয়া সত্ত্বেও মনোনয়নপত্রের চেকলিস্টে জাতিগত শংসাপত্রের জায়গায় তার উল্লেখ করেননি ব্লক উন্নয়ন আধিকারিক বা বিডিও। জল গড়ায় কলকাতা হাই কোর্টে। সিবিআই তদন্তের দাবি জানানো হয়। 

Advertisement

[আরও পড়ুন: পরকীয়ায় জড়িয়ে অন্তঃসত্ত্বা, ২ লক্ষ টাকায় সদ্যোজাতকে ‘বিক্রি’, গ্রেপ্তার মা-সহ ৪]

সিঙ্গল বেঞ্চ সিবিআই তদন্তের নির্দেশ দিলেও পরবর্তীতে ডিভিশন বেঞ্চের তরফে বলা হয়, অবসরপ্রাপ্ত বিচারপতি দেবীপ্রসাদ দে’র নজরদারিতে তদন্ত করবে রাজ্য পুলিশ। ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ ছিল, “সিবিআই তদন্তের মতো উপাদান এই মামলায় নেই।” রাজ্য পুলিশের উপরেই তাই তদন্তভার দেওয়া হয়। সেই মামলায় অবসরপ্রাপ্ত বিচারপতি দেবীপ্রসাদ দে রিপোর্টে বিডিও, এসডিও ও অনগ্রসর শ্রেণির দপ্তরের এক অফিসারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করলেন। তাঁর সুপারিশ, FIR করতে হবে। পাশাপাশি তিনজনকেই সাসপেন্ডের সুপারিশ করা হয়েছে।

[আরও পড়ুন: ‘আটটি বাড়ি নিল কে? কাকা-ভাইপো আবার কে’, আবাস যোজনা নিয়ে ইঙ্গিতপূর্ণ পোস্টারে চাঞ্চল্য]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement