Advertisement
Advertisement

Breaking News

Sujit Bose

Sujit Bose: ‘কোনও নোটিস পাইনি’, CBI তলব নিয়ে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ সুজিত বসুর

যাঁরা অপপ্রচার করেছেন তাঁদের বিরুদ্ধে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দমকলমন্ত্রীর।

'Received no notice from ED', says Sujit Bose । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:August 31, 2023 2:16 pm
  • Updated:August 31, 2023 7:25 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এখনও পর্যন্ত সিবিআইয়ের কোনও নোটিস তিনি পাননি। এটি রাজনৈতিক ষড়যন্ত্র। এজেন্সি ডাকলে নিশ্চয়ই হাজিরা দিতেন বলেই দাবি দমকলমন্ত্রী সুজিত বসুর। যে বা যাঁরা তাঁর সম্মানহানি করেছেন, তাঁদের বিরুদ্ধে আদালতে যাওয়ার হুঁশিয়ারি মন্ত্রীর। 

সুজিত বসু বলেন, “আমি গোড়া থেকে বলছি যে সিবিআইয়ের চিঠি পাইনি। আমাকে ডাকা হলে নিশ্চয়ই যাব। সহযোগিতা করব। তবে তারপরেও কয়েকটি সংবাদমাধ্যম দাবি করেছে ৩১ আগস্ট আমাকে তলব করা হয়েছে। আমি এখনও পর্যন্ত কোনও নোটিস পাইনি। আমার কাছে চিঠি নেই। সংবাদমাধ্যমের কাছে থাকলে দেখাক।”

Advertisement

[আরও পড়ুন: লিপস অ্যান্ড বাউন্সে তল্লাশিতে ইডির সিজার লিস্ট প্রকাশ্যে আসুক, হাই কোর্টে অভিষেক]

যে বা যাঁরা অপপ্রচার করেছেন, তাঁদের বিরুদ্ধে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দমকলমন্ত্রীর। তিনি জানান, “গত ৪০ বছর ধরে রাজনীতি করি। সমাজে মর্যাদা রয়েছে। প্রচুর মানুষ ভালবাসেন। ভুল খবর ছড়িয়ে মর্যাদাহানি করা হয়েছে। যাঁরা ভালবাসেন তাঁদের ভাবাবেগে আঘাত করা হচ্ছে। বন্ধ করতে প্রয়োজনে মানহানির মামলা করব। এই খবর ছড়ানোর পিছনে নিশ্চয়ই ষড়যন্ত্র রয়েছে। কালি ছেটানো হচ্ছে। কে বা কারা যুক্ত তা তদন্ত করা প্রয়োজন। দোষীদের শাস্তি হোক।” এদিকে, পুরনিয়োগ দুর্নীতি তদন্তে আরও ১২টি পুরসভাকে নোটিস পাঠিয়েছে ইডি।

[আরও পড়ুন: ‘ছেঁড়া জিনস অশালীন, পরা যাবে না কলেজে’, ভরতির আগে মুচলেকা নিচ্ছেন অধ্যক্ষ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement