Advertisement
Advertisement
Jagdeep Dhankhar

‘লুকিয়ে ফোন করেন রাজ্যপাল, দেখা করতে চান’, ধনকড়ের বিরুদ্ধে বিস্ফোরক সুদীপ

রাজ্যপাল পদের জন্য বিপুল খরচের যৌক্তিকতা নিয়েও সরব হয়েছে TMC।

Received calls from Guv Jagdeep Dhankhar, says TMC leader Sudip Banerjee | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:July 6, 2022 7:57 pm
  • Updated:July 18, 2022 5:56 pm  

দীরঙ্কর মণ্ডল: তৃণমূল সাংসদকে লুকিয়ে লুকিয়ে ফোন করেন রাজ্যপাল (WB Governor)। দেখা করতে চান। বুধবার এমনই বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় (TMC MP Sudip Banerjee)। এমনকী, রাজ্যপাল পদের আদৌ কোনও দরকার আছে কি না তা নিয়ে ফের প্রশ্ন তুলেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস (TMC)। একইসঙ্গে রাজ্যপাল পদের জন্য বিপুল খরচের যৌক্তিকতা নিয়েও সরব হয়েছে তারা।

এদিন রাজ্যপালের বিরুদ্ধে তোপ দাগেন লোকসভায় তৃণমূলের দলনেতা। রাজ্যপাল লুকিয়ে লুকিয়ে ফোন করেন বলেও দাবি করেছেন সুদীপ। তাঁর কথায়, “রাজ্যপাল আমাকে লুকিয়ে-লুকিয়ে ফোন করেন। বলেন, আপনার সঙ্গে দেখা করতে চাই। রাজ্যপালের কথা শুনে ফোন রেখে দিয়েছি।” উল্লেখ্য, তৃণমূল সাসংদ সৌগত রায়ও কিছুদিন আগে একই দাবি করেছিলেন।”

Advertisement

[আরও পড়ুন: মুখ্যমন্ত্রীকে নিয়ে ফের কুরুচিকর মন্তব্য দিলীপ ঘোষের, গ্রেপ্তারির দাবিতে সরব অভিষেক]

রাজ্যপালের অপসারণ নিয়ে ইতিপূর্বে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের (Ramnath Kovind) দ্বারস্থ হয়েছিলেন সুদীপ। এদিন সেই কথা আরও একবার জানালেন তৃণমূল নেতা। তারপরই তিনি বলেন, “রাষ্ট্রপতির কাছে রাজ্যপালকে সরাতে আবেদন জানিয়েছি। আগেরদিন উনি (রাজ্যপাল) আমাকে বলেন, আপনি আমার কথা রাষ্ট্রপতিকে বলে দিয়েছেন। আমি বললাম, রাষ্ট্রপতিকে তো বলেছিলাম। তবে উনি আপনাকে সরাননি।”

তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় উত্তর কলকাতায় একটি অনুষ্ঠানে বলেন, “রাজ্যপালের পদের আদৌ কোনও দরকার আছে কি না তা শুধু পশ্চিমবঙ্গে নয় দেশজুড়ে প্রশ্ন উঠে গিয়েছে। কিসের জন্য এত হাতি পোষার খরচ? হাতি পুষলে তাও কিছু সার্কাস দেখানো যায়। একে পুষলে তো কোনও লাভ হচ্ছে না।” সুদীপের অভিযোগ. “সংসদীয় গণতন্ত্রের টুঁটি চেপে ধরছেন রাজ্যপাল।”

[আরও পড়ুন: রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ২৩০০ পার, কবে হুঁশ ফিরবে জনতার?]

প্রসঙ্গত, শ্যামাপ্রসাদের জন্মদিনে বিজেপি নেতাদের পাশে রেখে ফের রাজ্য সরকারের সমালোচনায়  সরব হন রাজ্যপাল জগদীপ ধনকড়। রাজ্যপালের দাবি, তুষ্টিকরণের রাজনীতি বাংলার ভবিষ্যৎকে সংকটের মুখে দাঁড় করিয়েছে। ধনকড়ের মন্তব্যের পালটা দিয়েছে তৃণমূলও। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement