Advertisement
Advertisement

Breaking News

ট্যাংরার জনবহুল রাস্তায় প্রোমোটারকে কুপিয়ে খুন, পলাতক ৪ অভিযুক্ত

ফের কি সক্রিয় হচ্ছে প্রোমোটিং ঘিরে তোলাবাজির কারবার?

Realtor hacked to death on busy Kolkata road
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 12, 2018 10:16 am
  • Updated:May 12, 2018 10:16 am  

অর্ণব আইচ, কলকাতা: প্রোমোটিং ঘিরে তোলাবাজির চক্র। সেই তোলাবাজিকে কেন্দ্র করেই গোলমাল। তারই জেরে ট্যাংরার জনবহুল রাস্তায় এক ব্যক্তিকে কুপিয়ে খুন করে পালাল দুষ্কৃতীরা।

পুলিশের সূত্র জানিয়েছে, মৃত বাবু সরকার পেশায় প্রোমোটার ছিলেন। এই ঘটনায় অভিযোগের আঙুল উঠে এসেছে বাপ্পা ওরফে বড়কা ও তার সঙ্গীদের উপর। এদিন সন্ধ্যায় ট্যাংরার গোবিন্দ খটিক রোডে দু’পক্ষের মধ্যে বচসা চলছিল। হঠাৎই চার দুষ্কৃতী তাঁকে রাস্তার উপরই কোপাতে শুরু করে। বাবু রক্তাক্ত অবস্থায় পালানোর চেষ্টা করতে তাঁকে ধরে ফের কোপানো হয়। রাস্তায় লুটিয়ে পড়েন তিনি। এলাকার বাসিন্দারা দুষ্কৃতীদের হাতে ধারাল অস্ত্র দেখে এগিয়ে আসার সাহস পাননি। যদিও কয়েকজন ঘটনাটি দেখে চিৎকার করে ওঠেন। কিছুটা দূরে ছিলেন পুলিশকর্মী। তাঁকেও সতর্ক করা হয়।

Advertisement

[পঞ্চায়েত নির্বাচনের নিরাপত্তার জন্য চার রাজ্য থেকে আসছে বাহিনী]

এলাকার বাসিন্দারা জানান, ওই পুলিশকর্মী দুষ্কৃতীকে ধরার চেষ্টা করলে পালানোর সময় তারা তাঁর মোবাইলও ছিনতাই করে। এলাকার বাসিন্দারা যখন তাদের পিছনে দৌড়ে যান, ততক্ষণে এলাকা ছেড়ে উধাও হয়ে যায় তারা। এলাকার বাসিন্দাদের দাবি, তোলাবাজি নিয়ে অভিযুক্তদের সঙ্গে বাবু সরকার ও তাঁর সঙ্গীদের গোলমাল হয়েছিল। যদিও পুলিশের পক্ষে জানানো হয়েছে, অভিযুক্তরা ট্যাংরার এক প্রোমোটারের কাছ থেকে কয়েক লক্ষ টাকা দাবি করেছিল৷

মৃত বাবু সরকার নিজেও প্রোমোটিংয়ের ব্যবসার সঙ্গে জড়িত। তিনি ও তাঁর সঙ্গীরা বাড়ি নির্মাণের জিনিসপত্র সরবরাহের কারবার করতেন। বাবু তোলাবাজির প্রতিবাদ করেছিলেন। তার পরই রাস্তায় অভিযুক্তদের সঙ্গে দেখা হওয়ার পর তারা খুন করে পালায়। ধৃতদের সন্ধানে তল্লাশি চলছে বলে জানিয়েছে পুলিশ৷

[ট্রেন বাতিল, দক্ষিণ-পূর্ব রেলের জেনারেল ম্যানেজারের চেম্বারে ঢুকে যাত্রীর হুঁশিয়ারি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement