Advertisement
Advertisement

Breaking News

Sankar Adhya

‘ভগবান বিচার করবেন’, ইডি হেফাজত শেষে জেলে যাওয়ার পথে বললেন শংকর

৩ ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ, প্রেসিডেন্সি জেলে থাকবেন শংকর আঢ্য।

Ration Scam: Sankar Adhya sent to jail custody till February 3 | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:January 20, 2024 6:11 pm
  • Updated:January 20, 2024 6:37 pm  

অর্ণব আইচ: ইডি (ED) হেফাজত শেষে এবার জেলযাত্রা বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শংকর আঢ্য়র (Sankar Adhya)। শনিবার ব্যাঙ্কশাল আদালতে তাঁকে পেশ করা হয়। বিচারক শংকরবাবুকে জেল হেফাজতের নির্দেশ দেন। আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতে থাকবেন তিনি। এদিন বিকেলেই তাঁকে নিয়ে যাওয়া হয় প্রেসিডেন্সি সংশোধনাগারে (Presidency Jail)। এই জেলেই রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ও মানিক ভট্টাচার্য। এবার তাঁদের সঙ্গী হচ্ছেন শংকর আঢ্য। 

রেশন দুর্নীতি (Ration Scam) মামলায় ইডির হাতে গ্রেপ্তার হওয়া বনগাঁর প্রাক্তন পুরপ্রধানকে শনিবার ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হয়। তাঁর অসুস্থতার কথা জানিয়ে আইনজীবী হাসপাতালে ভর্তি করার পক্ষে সওয়াল করেছিলেন। কিন্তু সেই আবেদন খারিজ হয়। বিচারপতি ৩ তারিখ পর্যন্ত জেল হেফাজতের (Jail Custody)নির্দেশ দেন।শংকর আঢ্যকে আদালত থেকে সংশোধনাগারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলেন, ”ভগবান বিচার করবেন। যে চক্রান্ত করেছে ঈশ্বর তার বিচার করবেন।” 

Advertisement

[আরও পড়ুন: সানিয়া অতীত! বিচ্ছেদের জল্পনার মধ্যেই ফের বিয়ে করলেন শোয়েব মালিক]

এদিন আদালতে বারবার নিজেকে ‘নির্দোষ’, ‘ষড়যন্ত্রের শিকার’ বলে দাবি করেছেন শংকর আঢ্য। এদিকে শনিবার আদালতে দাঁড়িয়ে বিস্ফোরক দাবি করে ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, ২০১২-১৩ অর্থবর্ষ থেকে ২০২২-২৩ অর্থবর্ষের মধ্যে হাজার কোটি টাকা বিদেশি মুদ্রায় বদল করা হয়েছে। এস আর আঢ্য ফিনান্স প্রাইভেট লিমিটেডের মাধ্যমে এই বদল হয়েছে বলে তদন্তে জানতে পারে ইডি। ইতিমধ্যে এই সংক্রান্ত নথি উদ্ধার করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। এসবের পর বিচারক শংকরকে জেল হেফাজতের নির্দেশ দেন। 

[আরও পড়ুন: ‘ওর অহংবোধ বড্ড বেশি’, কোহলি সম্পর্কে এমন মন্তব্য কেন করলেন ইংল্যান্ডের তারকা?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement